শীতে ঠোঁট ফাটা থেকে মুক্তি পাবার ৫ টি কার্যকরী টিপস জেনে নিন
ঠোঁট হল মুখের সবচেয়ে সুন্দর এবং স্পর্শকাতর অংশ। মুখের সৌন্দর্যের অনেকটাই নির্ভর করে এই ঠোঁটের উপর। তবে, ঠোঁটে কোন তৈলগ্রন্থি না থাকায় তা শুস্ক হয়ে পড়ে। আর যেহেতু এখন শীতের মরসুম তাই আদ্রতা একেবারেই কমে যায় বলে ত্বক শুষ্ক হয়ে পড়ে।
কিন্তু, অনেক মানুষ আছেন যারা বছরের এমনি সময়ও ঠোঁট ফাটার সমস্যায় ভোগেন। বারবার লিপ বাম এটা সেটা ব্যবহার করতে হয়। কিন্তু তা করলেও সেট সাময়িক স্বস্তি দেয়। স্থায়ী স্বস্তি দেয় না। তবে, এই ঠোঁট ফাটা বিশেষত এই শীতকালে ঠোঁট সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য রয়েছে বেশ কিছু উপায়। তবে, কি কারণে ঠোঁট ফেটে যায় সেই কারণ গুলি আগে জানা যাক।
ঠোঁট ফাটার কারণ:
১.বারবার ঠোঁট চাটা।
২. সূর্যরশ্মির কারণে ঠোঁট ফাটে।
৩.অধিক ধূমপান করলে ঠোঁট ফাটার একটা মূল কারণ।
৪.ঠোঁটের ক্ষতি করে এমন টুথপেস্ট
৪. শরীরে এলার্জির কারণে ঠোঁট ফাটে
ঠোঁট ফাটা থেকে মুক্তি পেতে ঘরোয়া উপায়:
১. ১ চা চামচ ক্যাস্টর অয়েলের সঙ্গে ১ ড্রপ ট্রি ট্রি অয়েল মিশিয়ে সারাদিনে ২ থেকে ৩ বার ব্যবহার করলে ঠোঁট এর শুস্ক ভাব দূর হবে। আর সেই সঙ্গে ঠোঁট হয়ে উঠবে কোমল ও আকর্ষণীয়।
২.১ চা চামচ মধু ও ১ চা চামচ গোলাপ জল একত্রে মিশিয়ে ১৫ মিনিট এর জন্য ঠোঁটে লাগিয়ে রাখুন। এরপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এই মিশ্রণটি দিনে অন্তত ৩ বার লাগানোর চেষ্টা করুন।
৩.ঠোঁট নরম ও আকর্ষণীয় করে তুলতে লেবুর ভূমিকা অপরিহার্য। ১ চামচ দুধের সর এর সঙ্গে ৩ চামচ লেবুর রস মিশিয়ে ফ্রিজে রেখে দিন। এরপর রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে লাগিয়ে নিন।
৪. দিনে অন্তত দুবার জোজোবা অয়েল লাগান। এরপর ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি করলে আপনার ঠোঁট ফাটা তো কমবেই সঙ্গে ঠোঁটের লালচে আভা ও ফিরে আসবে।
৫.ঘরে শসা প্রায় প্রত্যেকেরই থাকে। আর ঠোঁট ফাটা থেকে মুক্তি পেতে শসার ভূমিকাও যথেষ্ট। প্রথমেই শসার খোসা থেকে রস বার করে নিতে হবে। এরপর সেই রস তুলতে নিয়ে ঠোঁটে লাগান। এতে ঠোঁট ফাটা কমবে।
তবে, একটা কথা বলে রাখি যতই আপনি জিনিস ব্যবহার করুন না কেন তার সঙ্গে জল খাওয়া তাও অত্যাধিক প্রয়োজন। কেননা, জল আমাদের শরীরকে হাইড্রেট করতে সাহায্য করে। আর তাই ঘরোয়া ট্রিটমেন্ট এর পাশাপাশি শরীর এবং ঠোঁটকে ভালো রাখতে জল গ্রহণ আবশ্যক।