Hair Care Tips: লম্বা চুল পেতে রাতে ঘুমনোর আগে এইভাবে যত্ন নিন চুলের, রইল সেরা ঘরোয়া টিপস

চুলের সুস্বাস্থ্য পেতে কিন্তু নিয়মিত একটা রুটিং মেনটেইন করা জরুরি। আর আপনার যদি চুল লম্বা করার তাড়া থাকে। মানে যদি তাড়াতাড়ি চুল বাড়াতে চান তাহলে এই ঘরোয়া টিপস আপনার খুব কাজে দেবে। এর জন্য কোনো উপাদান লাগবে না। শুধু কয়েকটি স্টেপ মেনে চললেই হলো।
এই প্রতিবেদন মূলত রাতে ঘুমোতে যাওয়ার আগে কিভাবে চুলের যত্ন নেবেন তা নিয়ে। প্রথমে চিরুনি দিয়ে চুলের জটা ভালো করে ছাড়িয়ে নিন। কিভাবে চুলের জটা ছাড়াবেন সেই পদ্ধতি নিচের ভিডিও থেকে দেখে নিন।
এরপর হালকা হাতে মাথার ত্বকে ভালো করে ম্যাসাজ করুন। ৪-৫ মিনিট করলেই হবে। বসে ম্যাসাজ করার পর বিছানা থেকে চুল নীচের দিকে ছড়িয়ে দিয়ে ওইভাবে শুয়ে ম্যাসাজ করুন মাথায়। এতে করে ব্লাড সার্কুলেশন খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। আর চুল দ্রুত লম্বা হতে সাহায্য করবে।
এরপর ম্যাসাজ করার ফলে আপনার চুল যেহেতু একটু এলোমেলো হয়ে গেছে, তাই আবার একবার চিরুনি দিয়ে আঁচড়ে নিন ভালো করে। এরপর একটি ক্লিপ দিয়ে চুল উঁচু করে বান করে নিন। ভিডিওতে দেখে নিন কিভাবে খোঁপা করতে হবে। এতে করে আপনার ঘুমোতেও অসুবিধে হবে না। আবার চুল বিছানাতে ঘষা খেয়ে নষ্টও হবে না। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই স্টেপগুলি ফলো করুন।