Hair Care: মাথায় টাক পড়া বন্ধ করতে নারকেল তেল ও পেঁয়াজ দিয়ে বানিয়ে ফেলুন কার্যকরী তেল, ফল পাবেন হাতেনাতে
মাথায় টাক পড়া বন্ধের উপায়-

Hair Care Tips: চুল পড়ে যাওয়া কিংবা চুল ফেটে যাওয়া সমস্যা আজকাল প্রতিটা ঘরেই থাকে। তার জন্য সবাই পার্লারে গিয়ে প্রচুর টাকা খরচ করেন। তবে সেই অর্থে লাভ হয় না তেমন। তাহলে কি করলে এই সমস্যা একদম চলে যাবে। এক বিশেষ তেল যা বাড়িতেই আপনি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আর প্রতিদিন যদি ব্যবহার করতে পারেন চুল পড়ি বন্ধ হবে, চুলে জট থাকবে না ও নতুন চুল গজাবে খুব তাড়াতাড়ি।
প্রথমে একটি লোহার পাত্রে পরিমান মতো নারকেল তেল নিয়ে নিন। এবার উষ্ণ আঁচে তা গরম করুন। খুব ভালো করে গরম হয়ে গেলে কুচি করে কাঁটা পেঁয়াজ দিয়ে দিন। পেঁয়াজ বাদামি হয়ে গেলে গ্যাস বন্ধ করে রেখে দিন। এবার একটি পাত্রে পেঁয়াজ তেল ছেঁকে নিন। ছেঁকে নেওয়া তেল প্রতিদিন আঙুলের মাথায় নিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন।
আপনি চাইলে প্রতিদিন এই তেল নিয়ম করে ব্যবহার করতে পারেন। তবে যদি বাইরে বেরোনোর থাকে তাহলে অবশ্যই সপ্তাহে তিন দিন শ্যাম্পু করুন। অনায়েসেই এই পেঁয়াজ তেল আপনার চুল পড়ার সমস্যা কমিয়ে দেবে। কিন্তু মনে রাখবেন অনেকের নারকেল তেল ও পেঁয়াজে এলার্জি আছে। তারা কোনো মতেই এই তেল ব্যবহার করবেন না। উপরন্তু ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিন।