×
Lifestyle

বাড়ির টবে চাষ করুন আঙ্গুর, ফলন হবে দারুন, শিখুন সহজ পদ্ধতি

ছোট থেকে বড় সকলেই আঙ্গুর খেতে পছন্দ করে। রসালো এবং মিষ্টি এই ফল সকলের খুবই পছন্দের। বর্তমানে অনেক জায়গাতেই আঙ্গুরের চাষ করা হয়। তবে আপনার জন্য রয়েছে একটি সুখবর। আপনি কি জানেন এই ফলটি আপনি আপনার বাড়ির বাগানে চাষ করতে পারেন অথবা আপনার বাড়ির ছাদে টবের মধ্যেও এই গাছটি আপনি লাগাতে পারেন? কি ! অবাক হচ্ছেন তো?

আঙুর ফল দোআঁশ মাটিতে হয়। বাড়ির বাগানে বা ছাদে যদি আপনি এই গাছ লাগাতে চান তাহলে দোআঁশ মাটির সাথে সামান্য জৈব সার এবং কাঁকর মিশিয়ে সেই মাটিতে গাছ লাগান। আঙ্গুর গাছ লতানো প্রকৃতির হয়। তাই গাছের সাথে মাচা তৈরি করে দিন।

ADVERTISEMENT

টবের মধ্যে মাটি তৈরি করে দেওয়ার পর সেই মাটিতে একটি লাঠি গুঁজে দিন। এবং সেই লাঠির চারপাশে চারাগুলি লাগান। চারাগুলি লাগানোর পর চারা গুলিকে বাড়তে দিন। চারাগুলি বাড়ার সময় প্রয়োজনীয় সার ব্যবহার করুন। গোবর সার ব্যবহার করুন।

এক বছর ধরে এই গাছটির ভালো করে যত্ন নিন। গাছ ছাঁটাই করুন। এই গাছ বৃদ্ধির জন্য দরকার হয় প্রখর সূর্যের রশ্মি। জুন-জুলাই মাসে এই গাছ লাগান। এই দুই মাসে এই গাছ ভালো হয়।

আপনার বাড়ির আশেপাশে কোনো নার্সারি থেকে আপনি এই গাছ পেয়ে যাবেন। জুন-জুলাই মাসে গাছটি লাগানোর পর আপনি এপ্রিল-মে মাসে এই গাছে ফুল আসছে দেখতে পাবেন। আর তারপরে সেপ্টেম্বর এরদিকে ফল দেখতে পাবেন।

গাছ থেকে ফল পেড়ে নেওয়ার পর আবার গাছটি ভালো করে ছাঁটাই করে রাখুন। শুধু গাছ লাগালেই হবে না গাছে যাতে পোকামাকড় আক্রমণ না করে সেই জন্য নিয়মিত নিম তেল স্প্রে করতে হবে।

এইভাবে আপনি প্রত্যেকটি নিয়ম যদি মেনে চলতে পারেন তাহলে আপনার বাড়ির বাগানে বা বাড়ির ছাদে আঙ্গুর গাছ বেড়ে উঠবে।

ADVERTISEMENT

Related Articles