×
Lifestyle

Apple Farming: বাড়ির টবেই চাষ করুন আপেল, ফলন হবে দুর্দান্ত, শিখে নিন সহজ পদ্ধতি

Apple Farming In Home Tub: ফলের মধ্যে আপেল সব থেকে সুন্দর ও খেতে লাগে দুর্দান্ত। খালি পেটে আপেল খেলে হার্টও সুস্থ থাকে। আপেলে উপস্থিত ফাইবার রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এছাড়াও আপেলে রয়েছে ভিটামিন সি এবং পটাশিয়াম, এই উপাদানগুলো হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমায়। কিন্তু পশ্চিমবঙ্গে নিজের বাড়িতে টবে কি আপেল চাষ করা সম্ভব। আমরা যদি বলি অবশ্যই সম্ভব। আজ সেই সম্পূর্ণ পদ্ধতি আপনাদের জানাবো।

Apple Farming: বাড়ির টবেই চাষ করুন আপেল, ফলন হবে দুর্দান্ত, শিখে নিন সহজ পদ্ধতি -

আমাদের এখানে আবহাওয়া অনুযায়ী আপেল গাছে ফুল আসে ফেব্রুয়ারী-মার্চ মাসে আর ফল পাকে অগাস্ট-সেপ্টেম্বরে। বছরের এই সময়টাই আপেল চাষ করার জন্য আদর্শ। আপেল গাছের জন্য প্রথমে ৩০% গার্ডেন সয়েল অর্থাৎ দোঁয়াশ মাটি নিতে পারবেন। তার সাথেই ৩০% ভার্মি কম্পোসড সার,২০% কোকো পিট, ১০% সাদা বালি ও শেষে ১০% বালি চালা পাথর।

তার সাথেই ৪০০ গ্রাম হাড় গুঁড়ো, ২০০ নিম খোল ও ৪০০ সিঙ্ক কুচি। এই মাটির সাথেই ১০ গ্রাম ফ্যাঙ্গিসাইট পাউডার নিয়ে নিন। এবার টবের মধ্যে সেই মাটি নিয়ে আপেল গাছের বীজ পুঁতে দিন আর পর্যাপ্ত পরিমানে জল দিন। গাছটি বড়ো হয়ে গেলে ফ্যাঙ্গিসাইট ও পেস্টিসাইড নিয়মিত স্প্রে করে যাবেন যাতে কোনো রকম রোগ না ধরে। তার সাথেই প্রতি দশ দিন অন্তর জৈব মিশ্র সার ব্যবহার করবেন।

Apple Farming: বাড়ির টবেই চাষ করুন আপেল, ফলন হবে দুর্দান্ত, শিখে নিন সহজ পদ্ধতি -

২৫% হাড়ের গুঁড়ো, ২৫% সিঙ্কুচি, ২৫% সর্ষের খোলের গুঁড়ো ও ২৫% নিম খোল মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দিন। এটা গাছের গোড়ায় দিলে সম্পূর্ণ রূপে কাজ হবে খুব ভালো। এরপরে যত দিন যাবে দেখবেন গাছ থেকে আপেলের ছোট ফুল এসে গেছে। সেপ্টেম্বর মাসে আপেল বেশ পর্যাপ্ত পরিমানে পেঁকে উঠবে তা বলাই যেতে পারে। কিন্তু গাছের পরিচর্চা করা বন্ধ করে দেবেন না।  আর ঠিক এইভাবেই নিজের বাড়ির বাগান ভরিয়ে তুলুন সুন্দর মিষ্টি আপেলে।