×
Lifestyle

বাড়ির টবে চাষ করুন আঙুর, ফলন হবে দারুন, শিখে নিন পদ্ধতি

শরীরচর্চা,ডায়েট ও রূপচর্চা এখন প্রায় সকলেই করে থাকে। আর এই সবকিছুর জন্যই ফল একটি বিশেষ ভূমিকা গ্রহণ করে। পৃথিবীর প্রায় সব মানুষই শরীরচর্চার জন্য ফলের উপভোগ করে থাকে। আর এই ফলেদের মধ্যে একটি বিশেষ উল্লেখযোগ্য ফল হল আঙুর। সবাই প্রায়ই বাজার থেকে আঙুর কিনে এনে উপভোগ করে কিন্তু কেউ কেউ এটি বাড়িতে ফলিয়ে খেতে চাই। আজ তাদের জন্যই বলবো কিভাবে বাড়িতেই আঙুরগাছ লাগাতে পারবেন। তিন ধরনের আঙুরের মধ্যে সবকটি আঙুর গাছেরই পরিচর্চার উপায় প্রায় একই ধরনের এবং এই সবগুলোই টবে লাগানো সম্ভব। বাজার থেকে একটি আঙুরের চারাগাছ কিনে এনে এটি লাগানো সম্ভব।

প্রথমে আপনাদের বলব আঙুরগাছ লাগানোর জন্য কিভাবে মাটি তৈরি করবেন। চারভাগ সাধারণ মাটি নিন,দুইভাগ পরিমাণ বালি নিন,দুই ভাগ ভার্মি কম্পোস্ট এবং দুইভাগ কোকো পিট। এবারে এই সমস্তটা মিশিয়ে নিতে হবে খুবই ভালভাবে। এবারে একটি বারো ইঞ্চির কিংবা তারও বড় মাপের টব নিলে গাছটি অনেকটাই বৃদ্ধি পাবে। এবারে টবটির মধ্যে খুব ভালোভাবে জল নিকাশি ব্যবস্থা তৈরি করতে হবে,নইলে চারাগাছটির ক্ষতি হতে পারে।

ADVERTISEMENT

সুতরাং টব টির একদম নিচে পুরনো টবের ভাঙা টুকরো কিংবা কোনো পাথরের টুকরো দিয়ে ঢেকে দিতে হবে। তার ওপরে ছোট ছোট পাথরের টুকরো দিয়ে ঢেকে দিতে হবে। এবারে কিছুটা পরিমাণ বালি দিলেই ড্রেনেজ সিস্টেমটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এরপর আস্তে আস্তে বানিয়ে রাখা মাটিটি দিয়ে টবটি ভর্তি করে দিতে হবে। তার মধ্যেই আস্তে আস্তে চারাগাছটি বসিয়ে দিতে হবে। এরপর ভালোভাবে জল দিয়ে ভরে দিতে হবে নতুন গাছটিতে। বিশেষত ফেব্রুয়ারি এবং মার্চ মাসেই আঙুর গাছের চাষ করা হলেও আপনি বছরের যেকোনো সময়ে গাছটি লাগাতে পারেন। কিন্তু শীতের সময়টা এড়িয়ে যাওয়াই ভালো হবে।

এরকমভাবে সার মাটিতে গাছ টি বসিয়ে দিলে আগামী কিছু মাস আর কোনরকম সার দেওয়ার কোনো প্রয়োজন হবে না। শুধু নিয়মিত জল দিতে থাকলেই গাছটি ধীরে ধীরে বেড়ে উঠতে থাকবে। তবে এই গাছের পাতা গুলি পোকামাকড়দের জন্য অত্যন্ত সুস্বাদু হয়। তাই এইসব কীটপতঙ্গ এড়িয়ে চলার জন্য 15 দিন অন্তর নিম কীটনাশক স্প্রে করে দিতে পারেন।

আঙুর গাছের জন্য কিন্তু সূর্যের আলো খুবই গুরুত্বপূর্ণ। তাই গাছটিকে এমন জায়গায় রাখতে হবে যেখানে 6 থেকে 7 ঘণ্টা সূর্যের আলো খুব ভালোভাবে এসে পরে। রোদ না পেলে ফল হওয়ার সম্ভাবনা খুবই কম হয়ে যাবে। আর এই গাছের জন্য প্রচুর খেয়াল রাখা প্রয়োজন তাই যারা নতুন বাগান করা শুরু করেছে তাদের জন্য এটি না করাই ভালো হবে। অভিজ্ঞ্যতাশীল ব্যক্তির জন্য আঙুর চাষ স্বাভাবিক হবে। এরকমভাবে খেয়াল রাখলেই মোটামুটি 10 থেকে 15 দিন পরেই অনেকটা গ্রোথ লক্ষ্য করবেন গাছটির মধ্যে। এভাবে খুব সহজেই বাড়িতে আঙুর গাছ লাগানো সম্ভব হতে পারে।

ADVERTISEMENT

Related Articles