এক টুকরো রসুনেই বদলে দেবে ভাগ্য, কেটে যাবে সমস্ত অর্থনৈতিক সংকট, মেনে চলুন এই টোটকা

জীবনে প্রচুর কর্ম করলেও বাস্তু কিন্তু খুবই বড়ো একটা জিনিস। আপনার কর্ম কিংবা আর্থিক সংকট কাটাতে পারে একমাত্র বাস্তুশাস্ত্র। রান্না ঘরে থাকা ও রান্নায় ব্যবহৃত ছোট ছোট কিছু জিনিস আপনাদের জীবনে আনতে পারে সুখের ছায়া। রসুন আমাদের রান্নাঘরে ব্যবহৃত এই জিনিসগুলির মধ্যে একটি। রসুনের এমন কিছু প্রতিকার রয়েছে, যা আপনার বাড়ির অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাতে পারে। সেই কারণেই ভোপালের বাসিন্দা জ্যোতিষী ও বাস্তু বিশেষজ্ঞ হিতেন্দ্র কুমার শর্মা রসুন ব্যবহার করে এমন কিছু প্রতিক্রিয়া জানিয়েছেন যা আপনাদের সাথে আজ শেয়ার করা হলো –
১) শনিবার আপনাকে আপনার কাছে একটি রসুনের কোয়া রাখতে হবে এবং আপনি যেখানেই যান না কেন এটি আপনার সাথে নিয়ে যেতে হবে। এর ফলে আপনি আর্থিক সংকট থেকে বেরিয়ে আসবেন সাথেই অর্থের দিক থেকেও কিছুটা স্বস্তি পাবেন।
২) বার বার অনেকের বাড়ির বাচ্চা শিশুরা অসুস্থ হয়ে যায়। এমন অবস্থায় তার সারা শরীরে সাত বার রসুন ছুঁইয়ে এবং পাঁচটি লাল মরিচ একসাথে দিয়ে পুড়িয়ে দিন। এর ফলে তাঁর শরীরে লেগে থাকা সব নজর উৎরে যাবে ও সুস্থ থাকবে।
৩) ব্যবসায় অভুতপূর্ণ উন্নতি যদি চেয়ে থাকেন তাহলে, একটি লাল কাপড়ে পাঁচটি থেকে সাতটি রসুন বেঁধে আপনার দোকান বা অফিসের প্রধান দরজায় ঝুলিয়ে রাখুন। দিন কয়েকের মধ্যেই কার্যত ব্যবসায় উন্নতি দেখতে পাবেন।
৪) মঙ্গলবার ও শনিবার একটি কাঠিতে রসুনের সাতটি কোয়া বেঁধে রেখে বাড়ির ছাদে কিংবা উঠোনে রাখুন। এর ফলে সারা বাড়িতে নেতিবাচক শক্তি প্রবাহিত হবে।