Lifestyle

খরচ মাত্র ১ টাকা! সবজির ফলন হবে দ্বিগুণ, অবশ্যই মেনে চলুন এই সহজ টিপস

Advertisement
Advertisements

পেঁপে ফলন চান? বাজার থেকে দামি দামি সার ও বন্ধুদের কথা মতো বিভিন্ন পথ অবলম্বন করেও কাজের কাজ কিছুই হয়নি। গাছে থাকা অবস্থায় মিষ্টি কুমড়ো নষ্ট হয়ে যাচ্ছে। আবার খুব তাড়াতাড়ি পেঁকে হলুদ হয়ে গাছ থেকে ঝরে যাচ্ছে। এসব কিছুই কমবে মাত্র এক টাকার বিনিময়ে।

খরচ মাত্র ১ টাকা! সবজির ফলন হবে দ্বিগুণ, অবশ্যই মেনে চলুন এই সহজ টিপস

এই বিশেষ জৈব (Organic) ভাবে তৈরী খাবারটি আপনি বাড়িতে খুব সহজেই তৈরী করতে পারবেন। কিভাবে তৈরী করবেন নিচে দেখে নিন-

খরচ মাত্র ১ টাকা! সবজির ফলন হবে দ্বিগুণ, অবশ্যই মেনে চলুন এই সহজ টিপস

১) প্রথমে একটা পাত্রে ৫০০ মিলি সাধারণ পরিষ্কার জল নিয়ে নিন।

২) এবার সেই জলের মধ্যে দিন কিছু পরিমান পেঁয়াজের খোসা।

৩) তিনটি আলুর খোসা। তবে রোদে শুকিয়ে জলের মধ্যে ভিজে কালো হয়ে গেলে তবে ব্যবহার করবেন।

খরচ মাত্র ১ টাকা! সবজির ফলন হবে দ্বিগুণ, অবশ্যই মেনে চলুন এই সহজ টিপস

৪) সব শেষে ব্যবহার করবেন টি ব্যাগ বা ঘরে ব্যবহার করা সাধারণ চা পাতা।

৫) খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে প্লাস্টিক দিয়ে মুখ বন্ধ করে রেখে দেবেন।

৬) এবার সেই দ্রবনের মধ্যে কিছু পরিমান সাধারণ জল মিশিয়ে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবেন।

৭) কয়েক দিনের মধ্যেই কেমন দুর্দান্ত ফলন হবে আপনার সেই গাছ থেকে তা আপনারা দেখতে পাবেন।

৮) গাছের কুমড়ো তাড়াতাড়ি হলুদ হয়ে গেলে জলের মধ্যে সালফার যুক্ত ছত্রাকনাশক মিশিয়ে গাছের উপরে প্রয়োগ করুন। দিন দশের মধ্যে আরও কোনো ফল নষ্ট হবে না।