×
Lifestyle

অবশ্যই মেনে চলুন এই ১০টি টিপস, পরিবারে আসবে শান্তি ও জীবন হবে সুখময়

আজকাল অনেকেই অভিযোগ করেন বাড়িতে খুব সমস্যা হচ্ছে। পারিবারিক, আর্থিক বা শারীরিক সমস্যা লেগেই থাকছে। অনেকে বলছেন বাড়ির পরিবেশ খুব খারাপ হয়ে গেছে। বাড়িতে থাকলে কেমন দমবন্ধ লাগে। এইসব সমস্যার পিছনে বাস্তু গত কারণ কাজ করে। বাস্তুবিদদের মতে কয়েকটি খুব সাধারণ নিয়ম মেনে চললেই এইসব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আসুন দেখা যাক।

অবশ্যই মেনে চলুন এই ১০টি টিপস, পরিবারে আসবে শান্তি ও জীবন হবে সুখময় -

১: বাড়ির বাথরুম বা রান্নাঘরের কল থেকে জল পড়া খুবই খারাপ লক্ষন। এতে খরচ অতিরিক্ত বেড়ে যায়। কলে সমস্যা থাকলে মিস্ত্রি ডেকে সারিয়ে নিন।

২: রান্নাঘরে বা শোয়ার ঘরে কখনোই ঠাকুর দেবতার ছবি বা মূর্তি রাখবেন না। এতে দেবতারা রেগে যান।

৩: শোয়ার ঘরে আয়না রাখবেন না।

৪: বাথরুমের দরজা সবসময় বন্ধ রাখা উচিত। যখন বাথরুম ব্যবহার করছেন না তখন দরজা অতি অবশ্যই বাইরে থেকে বন্ধ করে দিন।

অবশ্যই মেনে চলুন এই ১০টি টিপস, পরিবারে আসবে শান্তি ও জীবন হবে সুখময় -

৫: বাড়ির টাকাপয়সা যেখানে রাখা হয় সেই আলমারি বা তিজোরির মুখ উত্তরদিকে থাকা উচিত।

৬: অনেকেই বাড়িতে ক্যাকটাস বা কাঁটাগাছ রাখতে পছন্দ করেন। বাস্তুমতে এগুলো সংসারের শান্তির পক্ষে ভালো নয়।

৭: বাড়ির কোথাও যদি ভাঙা কাচ থাকে সেটা দ্রুত সরিয়ে ফেলুন। ভাঙা কাচ অশুভ প্রভাব ফেলে।

অবশ্যই মেনে চলুন এই ১০টি টিপস, পরিবারে আসবে শান্তি ও জীবন হবে সুখময় -

৮: বাড়িতে একটা তুলসীগাছ লাগান। ভালো করে লক্ষ্য করে বাড়ির উত্তর বা পূর্ব দিকে এই গাছকে স্থাপন করুন।

৯: বাড়ির উত্তর পূর্ব দিকে একটা কাঁচের বোতলে করে নুন রেখে দিন। এর ফলে বাড়িতে টাকাপয়সা আসবে।

১০: বাড়ির পরিবেশ ভালো রাখতে বৃহস্পতিবার ছাড়া অন্য যে কোনো দিন কিছুটা জলে নুন গুলে সেই জল সারা বাড়িতে ছড়িয়ে দিন। এতে অশুভ শক্তির প্রভাব কমে যাবে।