দূর হবে ত্বকের সমস্ত সমস্যা, আজ থেকেই ব্যবহার করুন টক দই, জেনে নিন ব্যবহারের সঠিক পদ্ধতি

বর্তমান যুগের মেয়েরা সদা-সর্বদা ব্যস্ত। আর এই ব্যস্ত থাকার কারণ হল সংসার, অফিস দুদিক সামলানো। যারকারণে নিজের জন্য তাদের হাতে এতটুকু সময় নেই। আর তাই স্কিনের কোনোরকমের কেয়ার করা তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আর তাইতো এইভাবে প্রতিদিন স্কিনের অবহেলা করার ফলে স্কিনে বিভিন্ন রকমের ব্রণ, কালচে ভাব, দাগছোপ, লাল ভাব সহ বিভিন্ন সমস্যা দেখা যায়।
তবে, এসব সমস্যা থেকে মুক্তি দিতে পারে একটি মাত্র উপকরণ। আর সেটা হল টক দই। যেকোনো ধরণের স্কিনের সমস্যায় টক দই একেবারে ম্যাজিকের মতো কাজ করে। কেননা, এতে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের মরা চামড়া তুলে ত্বককে আরও প্রাণবন্ত করে তোলে। এমনকি ত্বককে হাইড্রেট করে ও জেল্লা বাড়ায়। কিন্তু কিভাবে এই টক দই ব্যবহার করবেন চলুন সেটাই এবার জেনে নেওয়া যাক।
১.দইয়ের ফেসমাস্ক : ১ টেবিল চামচ টক দইয়ের সঙ্গে ১ চা চামচ মধু মিশিয়ে নিন। এরপর এই প্যাকটিকে মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। তারপর হালকা গরম জলে ধুঁয়ে নিন। এই ফেস মাস্কটি ত্বককে হাইড্রেট করে।
২.দই ও পাতিলেবুর রসের টোনার : ১ টেবিল চামচ দইয়ের সঙ্গে ১ চা চামচ লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে নিন। এটি আপনার ত্বকের PH লেভেলকে বজায় রাখে। যারফলে ত্বকের তেলতেলে ভাব কমে।
৩.দই এবং শসা আই মাস্ক : শসাকে গ্রেট করে তারসঙ্গে ১ টেবিল চামচ দই মিশিয়ে নিন। মিশ্রণটি চোখের নিচে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন। এতে যেমন ত্বকের ফোলা ভাব দূর হবে তেমনই কমবে দাগছোপ।
৪.দই ও অ্যালোভেরা : রোদে ত্বক পুরে গেলে টক দইয়ের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে ত্বকে লাগান। এতে ত্বকের জ্বালাপোড়া ভাব কমবে।
৫.দই ও ওটমিল বডি স্ক্রাব : টকদইয়ের সঙ্গে ওটমিল মিশিয়ে নিন। এরপর স্নানের সময় এটিকে স্ক্রাব হিসেবে ব্যবহার করুন। তাহলে দেখবেন এতে ত্বকের মৃতকোষ উঠে যাবে। যারফলে ত্বক হয়ে উঠবে নরম ও কোমল।
তাহলে আর চিন্তা কিসের? এইভাবে অল্প সময়েই ত্বকের সব সমস্যার সমাধান করুন।