Lifestyle

রাতারাতি ফিরবে ত্বকের জেল্লা, অবশ্যই ব্যবহার করুন এই ঘরোয়া উপাদান

Advertisement
Advertisements

এই গরমে আপনার ত্বকের খুবই হেনস্থা হতেই হয়। বাইরে বেরোলে ধুলো বালি ও প্যাচপ্যাচে গরমে ত্বক কতটা নিস্তেজ হয়ে যায় তা বলার অপেক্ষা রাখে না। ত্বকের জেল্লা হারিয়ে ফেলে যে কারণে রুক্ষ হয়ে ওঠে। গরমের দিনেও ত্বকে সহজ মুসুর ডাল ব্যবহার করে কিভাবে জেল্লা ধরে রাখবেন জানেন? আজকের এই বিশেষ প্রতিবেদন শুধুমাত্র আপনার জন্যই-

রাতারাতি ফিরবে ত্বকের জেল্লা, অবশ্যই ব্যবহার করুন এই ঘরোয়া উপাদান

১) মুসুর ডালের ফেস প্যাক – আগে থেকে এক বাটি মুসুর ডাল বেশ কিছু সময় ভিজিয়ে রাখুন। কিছু পরিমান দুধ নিয়ে তার সাথে ভিজিয়ে রাখা মুসুর ডালের একটা পেস্ট বানিয়ে নিন। এবার আঙুলের সাহায্যে ঘড়ির কাটার দিকে সোজাভাবে ঘুরিয়ে সম্পূর্ণ মুখে লাগিয়ে নিন। ২০ মিনিট রাখার পরে ধুয়ে নিন।

২) ট্যান কমাতে – বাইরে বেরোলে আপনার ত্বকে ট্যান পড়বে তা নতুন করে বলার দরকার নেই। বেসনের সঙ্গে মুসুর ডাল বাটা, টক দই ও হলুদ মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিন। ত্বকের মধ্যে ভালো করে মেখে রেখে দিন। জল দিয়ে ধুয়ে ফেলুন দেখবেন সম্পূর্ণ ট্যান চলে গেছে আপনার।

৩) ত্বককে ময়শ্চারাইজ করতে – বাটা মুসুর ডালের সাথে ২ চামচ দুধ ও অল্প হলুদ মেশান, সঙ্গে দিন ৩ ফোঁটা নারকেল তেল। এই মিশ্রণটিকে মুখে ২ মিনিট লাগিয়ে ভালো করে ঘষে তুলে ফেলুন। দেখবেন রুক্ষ ত্বক আপনার হয়ে উঠেছে ময়শ্চারাইজ ভরা।

রাতারাতি ফিরবে ত্বকের জেল্লা, অবশ্যই ব্যবহার করুন এই ঘরোয়া উপাদান

৪) ত্বকে জেল্লা ফেরাতে – এক চামচ মুসুর ডাল ও এক চামচ মধু নিয়ে একটি প্যাক বানিয়ে নিন। ২০ মিনিটের জন্য ত্বকে লাগিয়ে রাখুন ও তারপরেই ধোয়ার পরে দেখতে পাবেন আসল জেল্লা।

রাতারাতি ফিরবে ত্বকের জেল্লা, অবশ্যই ব্যবহার করুন এই ঘরোয়া উপাদান

৫) ত্বক উজ্জ্বল করতে – বেঁটে রাখা মুসুর ডালের মধ্যে আমন্ড অয়েল আর কাঁচা দুধ মিশিয়ে মুখে লাগিয়ে নিন। ধুয়ে ফেলার পরেই আগের থেকে ১০০% ত্বকের উজ্জ্বলতা উপলব্ধি করতে পারবেন।