Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Lifestyle

মিটবে অর্থকষ্ট ও জীবনে আসবে শান্তি! অবশ্যই মেনে চলুন এই বাস্তু টিপস

২০২৩ কার্যত সব মানুষের ভালো কাটবে এমনটা আসা করা যায়। যে কারণে অনেকেই ইতি মধ্যে বাস্তু বিদদের সাথে কথা বলে নিজেদের জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে নিয়েছেন। আপনিও কি চান নতুন বছর খুব ভালো কাটান আর্থিক দিক থেকে? বাস্তুতে কিছু পরিবর্তন আনলে আর্থিক সমস্যা পিছু ছাড়তে পারে। বাড়িতে নতুন বছরে এই কয়েকটি জিনিস নিয়ে আসুন –

মিটবে অর্থকষ্ট ও জীবনে আসবে শান্তি! অবশ্যই মেনে চলুন এই বাস্তু টিপস

১) বাড়ির প্রবেশ দ্বারে ঘোড়ার ক্ষুর লাগিয়ে রাখুন। এর ফলে আপনার আর্থিকজীবন খুবই উন্নত হয়ে যাবে। ঘোড়ার ক্ষুর ঘরের মধ্যে ইতিবাচক শক্তি প্রবাহিত করে। তাছাড়া পরিবারের মধ্যে সর্বদা সুখসাচ্ছন্দ বজায় রাখে।

২) নতুন বছরকে সুন্দর করে তোলার জন্য বাড়িতে একটি অ্যাকোয়ারিয়াম অবশ্যই সাজিয়ে তুলুন। অ্যাকোয়ারিয়াম পরিবারের মধ্যে সর্বদা সুখ নিয়ে আসে। যেমন আর্থিক অবস্থার উন্নতি ঘটে তেমনই সবার মধ্যে সুখ-শান্তি বজায় থাকবে।

মিটবে অর্থকষ্ট ও জীবনে আসবে শান্তি! অবশ্যই মেনে চলুন এই বাস্তু টিপস

৩) ব্যবসা কিংবা কর্মক্ষেত্রে আপনি সবসময় আয়না রাখুন। আর্থিক অবস্থা উন্নতির ক্ষেত্রেও এই আয়না বিশেষ ভূমিকা পালন করে। আয়না আপনার জীবনকে আলোকিত করে।

মিটবে অর্থকষ্ট ও জীবনে আসবে শান্তি! অবশ্যই মেনে চলুন এই বাস্তু টিপস

৪) নতুন বছরে বাড়িতে লাফিং বুদ্ধা নিয়ে আসুন। বাড়ির সদর ঘরে আপনি লাফিং বুদ্ধা রাখতে পারেন। আর্থিক অনটন দূর করতে লাফিং বুদ্ধা খুবই কাজ করবে। তার সাথেই বাড়ির মধ্যে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটায়।

মিটবে অর্থকষ্ট ও জীবনে আসবে শান্তি! অবশ্যই মেনে চলুন এই বাস্তু টিপস

৫) বাস্তু শাস্ত্র মতে বাড়ি কিংবা অফিসে বাঁশ গাছ লাগালে অর্থের আগমন ঘটে। আপনি বাড়িতে টবে ছোট বাঁশ গাছ লাগাতে পারেন। শুধু তাই নয় আপনার জীবনে ইতি বাচক শক্তি রাখতে এই বাঁশ গাছ খুবই ভালো।

মিটবে অর্থকষ্ট ও জীবনে আসবে শান্তি! অবশ্যই মেনে চলুন এই বাস্তু টিপস

৬) অফিস, বাড়িতে খোলা জায়গায় হাওয়া বাতাস ঢোকে এমন জায়গায় উইন্ড চাইম লাগান। ফেইং শুইয়ে উইন্ড চাইমের বিশেষ গুরুত্ব আছে। বাড়িতে একটা ইতিবাচক শক্তির সঞ্চার ঘটাতে সাহায্য করে। উইন্ড চাইমের শব্দ কানে আসলে মন সবসময় থাকবে ভালো ও সুন্দর।