×
Lifestyle

মিটবে অর্থকষ্ট ও জীবন হবে সুখময়! অবশ্যই মেনে চলুন রান্নাঘরের এই বাস্তু টিপস

সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি মানুষ মাথার ঘাম পায়ে ফেলে দু পয়সা রোজগারের জন্য। অর্থ উপার্জন করতে কেই না চায় বলুন তো? কিন্তু অনেক সময় দেখা যায় যে, অর্থ উপার্জন করলেও তা দীর্ঘস্থায়ী হয়না। কোনো না কোনোভাবে তা হাতের থেকে বেরিয়ে যায়। সেক্ষেত্রে আপনাদের রান্নাঘরের বাস্তু টিপস মেনে চলতে হবে। তাহলে আর কোনোদিনই অর্থের অভাব হবেনা।

মিটবে অর্থকষ্ট ও জীবন হবে সুখময়! অবশ্যই মেনে চলুন রান্নাঘরের এই বাস্তু টিপস -

কিন্তু রান্নাঘরের বাস্তু টিপস কোথায় পাবেন ভাবছেন? চিন্তা নেই Humppy-র পাতায় আজ আপনাদের বলবো সে বিষয়েই। চলুন তবে জেনে নেওয়া যাক সে বিষয়েই।

মিটবে অর্থকষ্ট ও জীবন হবে সুখময়! অবশ্যই মেনে চলুন রান্নাঘরের এই বাস্তু টিপস -

১. রান্নার কড়াই কোথায় রাখবেন

রান্না করার জন্য প্রতিটা বাড়িতেই কড়াই ব্যবহার করা হয়। আর সেই কড়াই যদি সঠিক জায়গায় বা সঠিক ভাবে না রাখা হয় তাহলে কিন্তু আপনার জীবনে ঘনিয়ে আসতে পারে বড় বিপদ। আর তাই কড়াই অথবা তাওয়া এমন জায়গায় রাখুন যাতে বাইরের লোক তা দেখতে না পারে।

মিটবে অর্থকষ্ট ও জীবন হবে সুখময়! অবশ্যই মেনে চলুন রান্নাঘরের এই বাস্তু টিপস -

২. রুটি করার সময় মেনে চলুন এই টিপস

রুটি করার আগে তাওয়ায় কিছুটা নুন ছড়িয়ে নিতে পারেন। নুন গলে গেলে তারপর রুটি বানানো শুরু করুন। এতে বাস্তুদোষ কেটে যায়।

৩.গরম তাওয়ায় জল ঢালবেন না

অনেক সময় দেখা যায় তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য অনেকেই গরম তাওয়াতে জল ঢেলে দেয়। কিন্তু যা একেবারেই উচিত নয়। তাওয়া ঠান্ডা করে তারপর জল ঢালা উচিত।

মিটবে অর্থকষ্ট ও জীবন হবে সুখময়! অবশ্যই মেনে চলুন রান্নাঘরের এই বাস্তু টিপস -

৪.শরীর খারাপ হতে পারে

কড়াইকে যথাযথভাবে পরিষ্কার করুন। আর তা যদি না হয় তাহলে এর উপর রাহুর প্রভাব পড়তে পারে। আর যারফলে শরীর খারাপ হতে পারে।

৫.রান্নাঘর পরিষ্কার রাখুন

রান্নাঘরকে কোনোভাবেই নোংরা রাখা যাবে না। এতে রাহুর দোষ সৃষ্টি হতে পারে। আর তাই রান্নাঘরকে সর্বদা পরিষ্কার রাখুন।

মিটবে অর্থকষ্ট ও জীবন হবে সুখময়! অবশ্যই মেনে চলুন রান্নাঘরের এই বাস্তু টিপস -

তাহলে বুঝতেই পারলেন পারলেন কিভাবে রান্নাঘরের বাস্তু টিপস মেনে চলতে হবে। আর তাহলেই আর কোনোদিন অর্থের অভাব হবেনা।