Lifestyle
Tulsi Totka : ফিরবে সৌভাগ্য ও মিটবে অর্থকষ্ট! মেনে চলুন তুলসী শিকড়ের এই সহজ টোটকা

Vastu Tips : হিন্দু শাস্ত্রে তুলসীকে অত্যন্ত পবিত্র বলেই মনে করা হয়। আর তাই প্রতিটি হিন্দুর বাড়িতেই দেখা যায় এই গাছ। জ্যোতিষ শাস্ত্র মতে, তুলসী গাছে বসবাস করেন স্বয়ং মা লক্ষ্মী এমনকি ভগবান বিষ্ণুর কাছেও তুলসী ভীষণ প্রিয়। যে বাড়িতে প্রতিদিন নিয়ম করে তুলসী গাছের পুজো করা হয় সেই পরিবারের ওপর সব সময় আশীর্বাদ থাকে লক্ষ্মী এবং বিষ্ণুর। তবে কেবলমাত্র এই গাছের পাতা কিংবা এই গাছ উপকারী এমনটা কিন্তু নয়। এই গাছের শিকড়েও রয়েছে নানান গুণ। অন্তত এমনটাই বলা আছে বাস্তুশাস্ত্রে।
প্রতিকার :
- হিন্দু শাস্ত্রে তুলসী গাছের শিকড়ের উপকারিতা নিয়ে নানান কথা বলা রয়েছে। বাস্তুশাস্ত্র মতে, স্নানের জলে তুলসীর শিকড় দিয়ে স্নান করলে খুব সহজেই দূর হয়ে যায় নেতিবাচক শক্তি। এতেই বৃদ্ধি পায় সৌভাগ্য। এমনকি দূর হয়ে যায় নানান বাধা বিপত্তি।
- তুলসীর শিকড় জলে দিয়ে স্নান করলে মানসিকভাবে শান্তি পাওয়া যায়, দূর হয় মানসিক চাপ। এর জন্য স্নানের জলে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে তুলসীর শিকড়। এরপর সেটি জল থেকে বের করে পরিষ্কার জায়গায় রেখে দিয়ে সেই জল দিয়ে স্নান করতে হবে। তবে এ বিষয়ে অবশ্যই একটা জিনিস মাথায় রাখা উচিত, তুলসীর শিকড় কখনোই রাখা যাবেনা বাথরুমে। এতে সংসারে বাড়তে পারে চাপ।
- যেকোনো অমাবস্যার দিনেই তুলসীর শিকড় দিয়ে করা যেতে পারে স্নান। বাস্তুশাস্ত্র মতে, অমাবস্যার দিন তুলসীর শিকড় ভেজানো জলে স্নান করলে উজ্জ্বল হবে ভাগ্য। জীবনে যেকোনো কাজেই আসবে সাফল্য। এমনকি সারা জীবন অর্থ এবং শস্যের অভাব হবে না।