
না চাইতেই বৃষ্টি এসে পড়েছে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে। আর এই অকাল বর্ষাকালে আপনার বাড়ির চারপাশে বেড়ে উঠবে বিভিন্ন সাপেদের আনাগোনা। কখন আবার সেই সাপ ঘরের মধ্যে ঢুকে আসে বলা যায় না। দূর থেকে সাপ দেখলেও যা ভয় লাগে তা যদি ঘরে চলে আসে তাহলে আর রক্ষা নেই। এমন অবস্থায় সাপ তাড়ানোর একমাত্র ভরসা কার্বলিক অ্যাসিড। তবে অনেকসময় কার্বলিক অ্যাসিড বাড়িতে থাকে না কিংবা ব্যবহার করেও সাপের হাত থেকে নিস্তার মেলে না। সেক্ষেত্রে সাধারণ ঘরোয়া টোটকা ব্যবহারে কিভাবে না মেরে বাড়ি থেকে সাপ তাড়াবেন তা জানানো হলো –
১) অন্ধকারে পায়ের আওয়াজ বা হাততালি দিলে সাপের আনাগোনা কমতে থাকে।
২) বাড়ির চারপাশে ব্লিচিং পাউডার ছড়িয়ে রাখুন। এর তীব্র গন্ধ সাপ সহ্য করতে পারবে না। সাথেই সাপসহ অন্যান্য পোকামাকড়ের উপদ্রব থেকে মুক্তি পাবেন।
৩) বাড়ির চারপাশে সালফারের গুঁড়ো ছড়িয়ে দিন। এর ফলে বাড়ির আশেপাশে সাপ দেখতে পাবেন না।
৪) বাড়ির চারপাশে জল কিংবা আগাছা থাকলে একটু ভিনিগার ছড়িয়ে দিন।
৫) রসুন বেঁটে নিয়ে তার মধ্যে সর্ষের তেল মিশিয়ে বাড়ির আশেপাশে ছড়িয়ে রাখুন। এই তীব্র গন্ধে কার্যত সাপ পালাবে।
৬) সাপ তাড়াতে ন্যাপথলিন ব্যাপক কাজ করে। তাই বাজার থেকে ন্যাপথলিন কিনে এনে গুঁড়ো করে আপনি বাড়িতে রেখে দিতে পারেন।
এসবের পাশাপাশি মনে রাখবেন বাড়ি পরিষ্কার রাখা আপনাদের একান্ত কর্তব্য। তাই সবসময় বাড়ির আশেপাশের ঝোপ- জঙ্গল কেটে পরিষ্কার করে ফেলুন।