নিমেষেই দুর হবে বগলের কালো ছোপ! অবশ্যই করুন এই কাজ

শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ সুন্দর রাখতে আমরা অনেক কিছুই ব্যবহার করে থাকি। তেমনই আমাদের অঙ্গের মধ্যে বগল বা আন্ডার আর্মস দাগছোপহীন রাখতে বিভিন্ন পথ অবলম্বন করে থাকি। বাজার চলতি বিভিন্ন বস্তু ব্যবহার করা হলেও তেমন কোনো সুরাহা পাওয়া যায় না। গরমে এই বগল খুবই কালো হয়ে ওঠে। কিন্তু জানেন কি কি পথ অবলম্বন করলেই আপনার বগলের এই কালো দাগ হয়ে যাবে সম্পূর্ণ গায়েব। কিছু ঘরোয়া ও সহজ টিপস নিয়েই আজকের এই বিশেষ প্রতিবেদন তৈরী করা হলো –
১) অবশ্যই সপ্তাহে একদিন পিলিং সলিউশন ব্যবহার করুন আপনার বগলে। আপনি যদি AHA, BHA, স্যালিসিলিক অ্যাসিড ব্যবহার করেন তার ফলে বগলে যে মরা কোষ গুলি জন্ম নেয় সেগুলি উধাও হয়ে যাবে।
২) লেবুর রস, হলুদের গুঁড়া, ময়দার গুঁড়া একসাথে মিশিয়ে নিয়ে নিজের বগলে লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। সপ্তাহে অন্তত একদিন ঘরে তৈরি এই প্যাক লাগান। আগে সাবান দিয়ে পরিষ্কার করে নেবেন।
৩) বাইরে বেরোনোর আগে কিংবা স্নানের পরে আমরা সরাসরি ডিওডোরেন্ট ব্যবহার করি। আবার অনেকেরই রোল অন ব্যবহার করার অভ্যাস আছে। কিন্তু এই ভুল কাজটি বারংবার করবেন না। তাই সবচেয়ে ভালো হয় বগলে স্নানের পর হালকা কোনও ময়েশ্চারাইজার যেমন অ্যালোভেরা জেল ব্যবহার করে নিন। ঘাম হলে জল দিয়ে ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন।
৪) বগলের চুল পরিষ্কার করার জন্য অনেকেই নিয়মিত রেজার ব্যবহার করেন। কিন্তু এমনটা করার ফলে বগলের পাতলা চামড়ায় বেশি ঘষা লাগে। যার ফলে আপনার বগলে কালো ছোপ পড়ে যায়। এর থেকে ভালো হয় যদি ওয়াক্সিং করতে পারেন।