×
Lifestyle

ঘরে ইঁদুরের উৎপাতে নাজেহাল! জানুন না মেরে সহজেই তাড়ানোর উপায়

ঘরের মধ্যে ইঁদুর ঢোকা মানে আপনার মাথায় চিন্তার ভাঁজ পড়বেই। কারণ সুযোগ পেলেই দরকারি কাগজ কিংবা জামাকাপড় কেটে দেয় ইঁদুর। ইঁদুরের এই যন্ত্রণা থেকে বাঁচতে কত কিনা করেন সবাই। ইঁদুর মারার ওষুধ রাখেন কিংবা নানান পদ্ধতি অবলম্বন করেন। তবে গণেশের বাহন ইঁদুর সেই অর্থে এই প্রাণীকে কেউই মারতে চান না। তাই আজ আপনাদের ঘরোয়া পদ্ধতিতে তৈরী বিশেষ কিছু টোটকা দেখাবো যা অনায়েসেই তাড়িয়ে দিতে পারবেন আপনাদের বাড়ির থেকে ইঁদুর কিংবা ইঁদুর গুচ্ছ। নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

ঘরে ইঁদুরের উৎপাতে নাজেহাল! জানুন না মেরে সহজেই তাড়ানোর উপায় -

১) পুরোনো সময়ে ঘর থেকে ইঁদুর বের করা হতো খাঁচার সাহায্যে। বাজারে আপনি সরাসরি খাঁচা কিনতে পেয়ে যাবেন। খাঁচার মধ্যে পাউরুটি বা রুটির টুকরো রেখে দিন। বাইরে থেকে ইঁদুর সেই খাবারটি খেতে ভিতরে ঢুকলেই দরজা বন্ধ হয়ে যাবে।

ঘরে ইঁদুরের উৎপাতে নাজেহাল! জানুন না মেরে সহজেই তাড়ানোর উপায় -

২) ঘরে কোনায় কোনায় ন্যাপথলিন গুঁড়ো করে ছড়িয়ে রাখতে পারেন। এর ফলে কোনো রকমের ইঁদুর আসবে না।

ঘরে ইঁদুরের উৎপাতে নাজেহাল! জানুন না মেরে সহজেই তাড়ানোর উপায় -

৩) পেঁয়াজের গন্ধ ইঁদুর একফোঁটাও সহ্য করতে পারে না। তাই ঘরের কোনায় কোনায় পেঁয়াজ কেটে রাখুন কিংবা পেঁয়াজের রস জলের মধ্যে মিশিয়ে নিয়ে খুব ভালো করে ঘর মুছুন। এর ফলে কোনো ইঁদুর আপনার ঘরে কিংবা বাড়ির আশেপাশেও আসবে না।

ঘরে ইঁদুরের উৎপাতে নাজেহাল! জানুন না মেরে সহজেই তাড়ানোর উপায় -

৪) ঘরের যেখানে দিয়ে বেশি ইঁদুর চলাচল করে সেখানে ট্যালকম পাউডার ফেলে রাখুন। এক দৌড়ে সেই গন্ধে পালাবে ইঁদুরটি।

ঘরে ইঁদুরের উৎপাতে নাজেহাল! জানুন না মেরে সহজেই তাড়ানোর উপায় -

৫) জলের মধ্যে লঙ্কার গুঁড়ো মিশিয়ে ঘরের কোনায় কোনায় ছড়িয়ে রাখুন। একটাও ইঁদুরের টিকি দেখতে পাবেন না।

ঘরে ইঁদুরের উৎপাতে নাজেহাল! জানুন না মেরে সহজেই তাড়ানোর উপায় -

৬) ঘরে যেখানে ইঁদুরের আনাগোনা বেশি, সেখানে অনেকটা বেকিং পাউডার ছড়িয়ে সাড়া রাত রেখে দিন। ইঁদুরও পালাবে, সকালে ঝাড়ু দিয়ে সহজেই পরিষ্কার করে ফেলতে পারবেন।

ঘরে ইঁদুরের উৎপাতে নাজেহাল! জানুন না মেরে সহজেই তাড়ানোর উপায় -

৭) ইঁদুর তাড়াতে চাইলে লবঙ্গ থেতো করে একটি পাতলা কাপড়ে পেঁচিয়ে নিন। ইঁদুর চলাচলের জায়গায় রেখে দিন দেখবেন সব দূরে চলে যাবে।

৮) এসেনশিয়াল অয়েল ঘরের কোনায় ছিটিয়ে রাখুন এর ফলে অনায়েসেই আপনি ইঁদুর তাড়াতে পারবেন।