Lifestyle

বাড়িতে মাছির জ্বালায় নাজেহাল! মুক্তি পেতে অবশ্যই মেনে চলুন এই সহজ টিপস

Advertisement
Advertisements

প্রতিটি বাড়িতে মাছি থাকবেই তা বলার অপেক্ষা রাখে না। মাছি তাড়ানো কিংবা মারা যায় না। এর কারণ হিসাবে বলতে গেলে মাছি খুবই ছোট ও খুব দ্রুত। যে কারণে বারংবার ফিরে ফিরে আমাদের বাড়িতে ঘরের মধ্যে ঢুকে পরে। আবর্জনা, নোংরা থেকে মাছি উড়ে এসে খাবারে বসে। খাবার খোলা রাখলে তাতে মাছি বসলেই বিপদ। সেই খাবার খেলে মানুষের নানা রোগ হতে পারে। এমনকি হাসপাতালেও পর্যন্ত ভর্তি হতে পারে। তাই খুব সহজেই সম্পূর্ণ ঘরোয়া উপায়ে এবার এই মাছির থেকে মুক্তি পাবার টিপস দেখে নিন –

বাড়িতে মাছির জ্বালায় নাজেহাল! মুক্তি পেতে অবশ্যই মেনে চলুন এই সহজ টিপস

১) প্রতিদিন রান্নাঘর আপনাকে সম্পূর্ণ পরিষ্কার রাখতে হবে। রান্নার আগে ও পরে খুব ভালো করে পরিষ্কার করে নিন আপনার নিজের খাবার তৈরীর ও খাবারের নির্দিষ্ট জায়গা।

২) মাছি ধরার ফাঁদ কিন্তু তৈরী করে রাখতে পারেন আপনি। একটি পাত্র কিংবা ফুলদানির মধ্যে যে কোনও তরল পদার্থ রেখে, তার মুখে কাগজের চোঙা বানিয়ে গুঁজে রেখে দিন।

বাড়িতে মাছির জ্বালায় নাজেহাল! মুক্তি পেতে অবশ্যই মেনে চলুন এই সহজ টিপস

৩) একটি পাত্রের মধ্যে নুন ও জল নিয়ে সেটা ফুটিয়ে একটা স্প্রে বোতলের মধ্যে ভরে রাখুন। এই জল রান্নাঘরের প্রত্যেক কোনায় কোনায় ছড়িয়ে দিন। মাছি এই নুন জল একদম সহ্য করতে পারে না ফলে আর রান্নাঘর মুখো হবে না।

৪) একটি পাত্রে কিছুটা ভিনিগার নিয়ে প্লাস্টিক দিয়ে পাত্রটি মুড়ে দিন। থলির গায়ে ছোট ছোট ছিদ্র করে দিন যাতে মাছি ভেতরে প্রবেশ করতে পারে। এর ফলে মাছি ভিনিগারের মধ্যে একবার ঢুকলেই মরে যাবে।

বাড়িতে মাছির জ্বালায় নাজেহাল! মুক্তি পেতে অবশ্যই মেনে চলুন এই সহজ টিপস

৫) এক গ্লাস দুধের মধ্যে কয়েকটা গোলমরিচ এবং চিনি দিয়ে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিন। এরপর সেই মিশ্রণ রান্নাঘরের এক কোনায় রেখে দিন। দুধের এই মিশ্রনের থেকে শত গুন দূরে থাকবে সেই মাছি।