Lifestyle

বাড়ি থেকে চিরতরে দূর হবে মাছি! অবশ্যই মেনে চলুন এই সহজ টিপস

Advertisement
Advertisements

গরম হোক কিংবা শীত, বাড়িতে মাছি (Fly) থাকবে না তা অসম্ভব। সেই মাছি তাড়ানো কিংবা মারা যায় না। মাছি খুবই ছোট ও খুব দ্রুত উড়ে পালিয়ে যায়। তবে সেই কারণে শুধুমাত্র কিছু ঘরোয়া পদ্ধতি আছে যার ফলে তাড়ানো সম্ভব হয়। বিভিন্ন আবর্জনা, নোংরা থেকে মাছি উড়ে এসে খাবারে বসে। খাবার খোলা রাখলে তাতে মাছি বসলেই বিপদ। সেই খাবার খেলে মানুষের নানা রোগ হতে পারে।

বাড়ি থেকে চিরতরে দূর হবে মাছি! অবশ্যই মেনে চলুন এই সহজ টিপস

কিন্তু কি করলে এই মাছি আপনার বাড়ি থেকে সম্পূর্ণ দূরে থাকবে জানেন? না কোন প্রোডাক্ট বা দামি কোনো রাসায়নিক (Chemical) ব্যবহার করার দরকার নেই। তাই খুব সহজেই সম্পূর্ণ ঘরোয়া উপায়ে (House Tips) এবার এই মাছির থেকে মুক্তি পাবার টিপস দেখে নিন –

বাড়ি থেকে চিরতরে দূর হবে মাছি! অবশ্যই মেনে চলুন এই সহজ টিপস

  1. প্রতিদিন খাবার গুলি ভালো করে ধুয়ে তারপরে রান্না করুন।
  2. বাড়ির পাশের জঙ্গল ও ড্রেন গুলি পরিষ্কার রাখুন।
  3. একটি পাত্রের মধ্যে আপেল সিডার ভিনিগার ঢেলে দিন। পাত্রের মুখটি সেলোফেন পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে রাখতে হবে। একটা ছোট ছিদ্র করে রাখুন। মিষ্টি গন্ধে আকৃষ্ট হয়ে মাছি পাত্রের ভেতরে প্রবেশ করবে কিন্তু মাছি আর সেখান থেকে বেরোতে পারবে না। দিন কয়েক পরে পরে সেই পাত্র বদলাতে থাকুন।
  4. মাছি ধরার ফাঁদ কিন্তু তৈরী করে রাখতে পারেন আপনি। লম্বা একটা পাত্রে জল বা অন্য তরল ভরে নিন। ওই পাত্রে একটি কাগজের তৈরী চোঙা রেখে দিলেই, ওই তরলের দ্বারা আকৃষ্ট হয়ে মাছি কাগজের চোঙার ভেতরে প্রবেশ করবে কিন্তু আর মাছি সেখান থেকে বেরোতে পারবে না।

 

 

বাড়ি থেকে চিরতরে দূর হবে মাছি! অবশ্যই মেনে চলুন এই সহজ টিপস

সাথেই রান্না ঘর আর খাবারের জায়গা প্রতিদিন পরিষ্কার রাখুন, নোংরা থাকলেই মাছি সেখানে আক্রমণ করে। সাথেই আপনি বাজার থেকে কেনা রাসায়নিক দ্রব্য সমানভাবে ব্যবহার করতে পারবেন।