
ছারপোকার নাম শুনলেই মানুষ ভয় পেয়ে যান। আমাদের বাড়িতে আরশোলা, টিকটিকি থাকলেও বেশি ক্ষতি করে না। তবে রক্ত চোষা এই পোকা কিন্তু অজান্তেই আপনার ঘরে ঢুকে পরে। আপনাকে বুঝতেও দেবে না কখন শরীরের থেকে ধীরে ধীরে রক্ত চুষতে থাকবে। ছারপোকা যদি একবার আপনার বাড়িতে ঢুকে পরে তাহলে তাকে তাড়ানো বড়োই মুশকিল। শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত চুষতে থাকে। তবে জানেনকি কিছু ঘরোয়া ও সাধারণ টোটকার মাধ্যমে এই ছার পোকা চিরতরে আপনার বাড়ি থেকে পালিয়ে যাবে। আজ এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সেই কয়েকটি সহজ টোটকাই দেখে নিন –
১) আপনার ঘরের যে জায়গায় ছারপোকা লুকিয়ে থাকে সেখানে দু-তিন দিন পর পর ল্যাভেন্ডার অয়েল স্প্রে করুন। কারণ ল্যাভেন্ডার-এর গন্ধ মানুষের ভালো লাগলেও ছারপোকা একটুও পছন্দ করে না। যার ফলে নাকে আসা মাত্রই আপনার ঘর থেকে পালাবে।
২) আপনার বাড়ির বিছানা, বালিশ, তোশক প্রতিদিন রোদে দিন। সূর্যের তাপে আর কোনোভাবে ছারপোকা লুকিয়ে থাকতে পারবে না। দরকার পড়লে ঘরের জানলা প্রতিদিন নিয়ম করে খোলা রাখুন। বাইরের আলো ভিতরে আসলেই ছারপোকা পালিয়ে যাবে।
৩) বিছানার চাদর, বালিশের কভার, কাঁথা এসব জিনিস ফুটন্ত গরম জলে মধ্যে চুবিয়ে কেচে নিন। কারণ ১১৩ ডিগ্রি তাপমাত্রাতে ছার পোকা মারা যায় তাই যদি লুকিয়েও থাকে বাঁচতে পারবে না।
৪) অ্যালকোহলের গন্ধ খুবই তীব্র ও জেদি হয়। যে কারণে আপনার ঘরে ছারপোকা থাকলে স্প্রে করে দিন। দেখবেন সাথে সাথেই মরে গেছে।
৫) বাড়ির সব আসবাবপত্রের মধ্যে কেরোসিন লাগিয়ে মুছে দিন। সাথেই ঘর মোছার সময় জলের মধ্যে কয়েক ফোঁটা কেরোসিন ফেলে তারপরে মুছে নিন।
৬) ঘরের কোনায়, আলমারি ও বিছানায় ন্যাপথলিন গুঁড়ো করে সব জায়গায় ছড়িয়ে দিন দেখবেন আর কোনো ছার পোকা থাকবে না।