×
Lifestyle

বাড়িতে মশার উপদ্রবে নাজেহাল! মুক্তি পেতে অবশ্যই মেনে চলুন এই ঘরোয়া টোটকা

একেই তো তীব্র গরম তার উপরে মশার উপদ্রপ। এমন কোনো বাড়ি কিংবা এলাকা খুঁজে পাওয়া যাবে যা যেখানে মশার সমস্যা না থাকে। মশা মারার কয়েল থেকে দামি শহুরে অয়েল সব কিছু থাকলেও মশা বাবাজিরা কিছুতেই শান্ত হবার নয়। তবে জানেন তো সোজা আঙুলে ঘি না উঠলে আঙ্গুলটা একটু বেকাতে হয়! তাই ওসব দামি জিনিস আর নয় আপনার ঘরে থাকা এমন কিছু জিনিস প্রয়োগ করলেই খুব সহজেই পেয়ে যাবেন মশার থেকে মুক্তি –

বাড়িতে মশার উপদ্রবে নাজেহাল! মুক্তি পেতে অবশ্যই মেনে চলুন এই ঘরোয়া টোটকা -

১) লেবু টুকরো করে কেটে নিয়ে তাতে কয়েকটি লবঙ্গ ঢুকিয়ে দিন। ঘরের কোনায় কোনায় ছড়িয়ে দিন এর ফলে শুধু মশা নয় মাছিও বাড়ি থেকে পালাবে।

২) রসুনের কয়েকটি কোয়া থেঁতো করে কিছুক্ষণ জলে সিদ্ধ করে রেখে দিন। এবার সেই দ্রবণটি একটি স্প্রে বোতলে ঢেলে ঘরের চারপাশে স্প্রে করতে হবে। তাইলেই দেখবেন রসুনের গন্ধে সব মশা পালিয়ে গেছে।

বাড়িতে মশার উপদ্রবে নাজেহাল! মুক্তি পেতে অবশ্যই মেনে চলুন এই ঘরোয়া টোটকা -

৩) ল্যাভেন্ডারের তেলে খুবই উগ্র গন্ধ রয়েছে যা মশা তাড়াতে সাহায্য করতে পারে। তাই সেই তেল আপনি নিজের ত্বকে মেখে রাখতে পারেন। আবার চাইলে ঘরের মধ্যেই ছড়িয়ে দিতে পারবেন।

৪) ঘরের মধ্যে টবে যদি একটি তুলসী গাছ রোপন করতে পারেন তাহলে খুবই ভালো হয়। এই গাছের ফলে একটাও মশা আসবে না।

বাড়িতে মশার উপদ্রবে নাজেহাল! মুক্তি পেতে অবশ্যই মেনে চলুন এই ঘরোয়া টোটকা -

৫) সিট্রোনেলা তেল মশা তাড়াতে দারুণ কাজ করে। সিট্রোনেলা মোমবাতিও ব্যবহার করতে পারে। তাতে বাইরে থেকে ঘরে মশা ঢুকবে না। আপনি এটিকে অন্যান্য তেলের সঙ্গে পাতলা করে সারা শরীরে লাগাতে পারেন।

৬) ঘরের সমস্ত জানালা এবং দরজা বন্ধ করে কয়েক মিনিট কর্পূর জ্বালিয়ে রাখুন। দেখবেন সব মশা মরে গেছে।

বাড়িতে মশার উপদ্রবে নাজেহাল! মুক্তি পেতে অবশ্যই মেনে চলুন এই ঘরোয়া টোটকা -

৭) চা গাছের তেল কে অন্য দেশে মেলালেউকা তেল বলা হয়ে থাকে। এই তেলের অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি গুনাগুন রয়েছে।

৮) বাড়তে নারকেল তেল সবাই ব্যবহার করেন। নিম তেলের সঙ্গে মিশিয়ে নারকেল তেল ব্যবহার করলে মশা নিশেমেই আপনার থেকে দূরে চলে যাবে।