×
Lifestyle

মিটবে সাংসারিক অশান্তি ও দাম্পত্য জীবন হবে সুখের! অবশ্যই মেনে চলুন কর্পূরের এই সহজ টোটকা

হিন্দু বিশ্বাস অনুযায়ী কর্পূরের কিছু বিশেষ শুভ প্রভাব রয়েছে। এই কারণে বিভিন্ন শুভ কাজ বা দেবতাদের পুজোয় কর্পূর একটা বিশেষ ভূমিকা পালন করে। আসুন দেখা যাক কর্পূরের কী কী গুণাগুণ আছে।

মিটবে সাংসারিক অশান্তি ও দাম্পত্য জীবন হবে সুখের! অবশ্যই মেনে চলুন কর্পূরের এই সহজ টোটকা -

আচারবিধি ও পূজাবিধির দিক থেকে কর্পূর পুজোর বিশেষ গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বাস করা হয় পুজোয় কর্পূর ব্যবহার করলে দেব-দেবীরা খুশি হয়ে পুজো গ্রহণ করেন। এর ফলে ঘরে ইতিবাচক শক্তির প্রবেশ হয়।

মিটবে সাংসারিক অশান্তি ও দাম্পত্য জীবন হবে সুখের! অবশ্যই মেনে চলুন কর্পূরের এই সহজ টোটকা -

বাস্তুতে কর্পূরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ঘরে উপস্থিত বিভিন্ন ধরনের বাস্তু দোষ কর্পূরের গন্ধে সাময়িকভাবে দূর হয়। এই কারণে রোজ সন্ধ্যেবেলা শাঁখ বাজিয়ে ঘরে কর্পূরের ধোঁয়া দেওয়া উচিত। এতে পোকামাকড় ও মশাও কম আসে।

মিটবে সাংসারিক অশান্তি ও দাম্পত্য জীবন হবে সুখের! অবশ্যই মেনে চলুন কর্পূরের এই সহজ টোটকা -

১) সংসারে ছোটখাটো বিষয়ে মনোমালিন্য থাকলে বাড়ির যে কোনও কোণে এক টুকরো কর্পূর বা কর্পূরের বল রেখে দিন। এতে ঘরের মধ্যে শান্তি ও মনের মিল আসবে। ঝগড়াঝাটি কমে যাবে।

মিটবে সাংসারিক অশান্তি ও দাম্পত্য জীবন হবে সুখের! অবশ্যই মেনে চলুন কর্পূরের এই সহজ টোটকা -

২) বিয়ের ক্ষেত্রে যদি সমস্যা হয় তাহলে ৬ টুকরো কর্পূর ও ৩৬টি লবঙ্গ, অল্প হলুদ ও চাল মিশিয়ে দিন। এই জিনিস দিয়ে দেবী দুর্গার পুজো করুন। এতে তাড়াতাড়ি ভালো জায়গায় বিয়ে হয়ে যাবে।

মিটবে সাংসারিক অশান্তি ও দাম্পত্য জীবন হবে সুখের! অবশ্যই মেনে চলুন কর্পূরের এই সহজ টোটকা -

৩) বাস্তু বলে গৃহদোষ থাকলে বাড়িতে একটার পর একটা রোগ লেগেই থাকে। বাড়িতে রোজ সন্ধেবেলা শাঁখ বাজিয়ে কর্পূরের ধোঁয়া দিন। অশুভ প্রভাব কেটে যাবে।

মিটবে সাংসারিক অশান্তি ও দাম্পত্য জীবন হবে সুখের! অবশ্যই মেনে চলুন কর্পূরের এই সহজ টোটকা -

৪) ব্যবসায়ীদের অনেক সময় বড়োসড়ো লোকসান ঘটে। এই অবস্থা থেকে মুক্তি পেতে সূর্যাস্তের পর কর্পূরের প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর পুজো করুন। কজের জায়গায় বা অফিসে পিতল কিংবা রুপোর বাটিতে কর্পূরের সঙ্গে লবঙ্গ জ্বালান। এতে দুরবস্থা কেটে ব্যবসায় লাভ হতে শুরু করবে।

মিটবে সাংসারিক অশান্তি ও দাম্পত্য জীবন হবে সুখের! অবশ্যই মেনে চলুন কর্পূরের এই সহজ টোটকা -

৫) অসুখী দাম্পত্যকে সুখী করে তুলতে চান? শোয়ার ঘরে কর্পূরের ধোঁয়া দিয়ে শুতে যান।