
এই গরমে রান্না ঘরে সময় কাটানো খুবই কষ্টের। তার উপরে গরম তেল কিংবা রান্না করার সময় গরম জল সহ একাধিক জিনিস শরীরে লেগে যায়। ঠিক তেমনই রান্নাঘরে হাত দিয়ে সবুজ বা লাল লঙ্কা কাটেন বা বাটেন, তখনই আপনার হাত জ্বলতে শুরু করে। এটা কার্যত প্রতিটি মানুষের হয়ে থাকে। যখন আপনি এই হাত আপনার মুখ, চোখ, নাক বা অন্যান্য জায়গায় লাগান, তখন শরীরের অন্যান্য অংশেও জ্বালা শুরু হয়।
এমন পরিস্থিতিতে কিছু ঘরোয়া প্রতিকার খুবই কাজে আসে। কয়েক মিনিটের মধ্যে আপনার হাতের জ্বালাপোড়া এবং অস্বস্তি থেকে মুক্তি পেতে পারেন। তাহলে এবার সেই সাধারণ টোটকা গুলি দেখে নিন।
১) অ্যালোভেরা জেলঃ
লঙ্কা কাটলে বা বাটলে হাত জ্বালা শুরু হয়। এর জন্য সেই জায়গায় অ্যালোভেরা জেল লাগান। অ্যালোভেরা জেল দিয়ে হাতে ২ মিনিট ম্যাসাজ করুন। হাতের জ্বালাপোড়া কমে যাবে এবং শরীরের অন্যান্য অংশে এর প্রভাব পড়বে না।
২) গ্লাভস ব্যবহার করুনঃ
রান্না ঘরের কাজ করার সময় গ্লাভস ব্যবহার করুন। এর ফলে আপনার হাতে কোনো ধরণের জ্বালা হবে না। কাজ হয়ে গেলে খুলে রেখে দেবেন।
৩) দই, মাখন বা দুধের ব্যবহারঃ
ঘরে দই না থাকে তাহলে দুধ ও মাখন দিয়ে অন্তত ২ মিনিট হাতে ম্যাসাজ করুন। তারপর জল দিয়ে হাত ধুয়ে ফেলুন। দেখবেন জ্বালা কতটা কমে গেছে। ঠান্ডা দই বা দুধ ব্যবহারও করতে পারেন।
৪) বরফের টুকরো ঘষুনঃ
লঙ্কা কাঁটা বা বাটা হয়ে গেলে বরফ বা বরফ দেওয়া জলে নিজের হাত চুবিয়ে রাখুন। এর ফলে তাত্ক্ষণিক জ্বালাপোড়া থেকে মুক্তি দেবে।
৫) মধুর ব্যবহারঃ
লঙ্কা কাটার সময় হাতে জ্বালাপোড়া হওয়া খুবই সাধারণ। এমন পরিস্থিতিতে এই জ্বালাপোড়া কমানোর সবচেয়ে ভালো উপায় হল মধু ব্যবহার করা। এমন জায়গায় মধু দিয়ে আপনার হাত ম্যাসাজ করুন। তারপর জল দিয়ে আপনার হাত ধুয়ে ফেলুন।
৬) লেবুর ব্যবহারঃ
লেবুর মধ্যে থাকে টারটারিক অ্যাসিড। তাই অবিলম্বে জ্বালাপোড়া কমাতে আপনি লেবুর রস ব্যবহার করতে পারবেন। লেবু অর্ধেক কেটে পুড়ে যাওয়া জায়গায় ভালো করে ঘষে নিন। একটু জ্বলবে কিন্তু পরের মুহূর্তেই সম্পূর্ণ কমে যাবে।
এই ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে দেখুন। নিশ্চয়ই আমাদের প্রতিবেদনে দেখানো তথ্য ভালো হবে।