ফুলে ফুলে ভরে উঠবে জবা গাছ, অবশ্যই গাছে দিন এই জিনিসগুলো, ফল পাবেন হাতেনাতে

প্রচন্ড গরমে জবা ফুল ফুটতে বেশ খানিকটা সমস্যা হয়। আসলে এই গাছের যত্ন কিন্তু বিশেষ ভাবে নেওয়া হয়ে ওঠে না। অন্য গাছের মতোই আপনারা যদি সাধারণ কিছু টিপস মেনে চলতে পারেন তাহলে সারা বছর গাছে প্রচুর পরিমানে ফুল হবে। শুধু তাই নয় আপনি এই টিপস মেনে চললে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, ফুল না ফোঁটা, কুঁড়ি ঝরে যাওয়ার মতো সমস্যা থেকে অনায়েসেই মুক্তি পাবেন। তাহলে দেখে নিন সেই সহজ টিপস গুলি।
১) আপনার জবা গাছে প্রচুর ফুল ফোটানোর জন্য পটাশ যুক্ত সার দিন ও গাছ বৃদ্ধির জন্য নাইট্রোজেন যুক্ত খাবার দিতে হবে। কারণ জবা গাছ সবথেকে বেশি পটাশ যুক্ত খাবার গ্রহণ করতে পছন্দ করে। যার ফলে আপনার গাছ সেই খাবার গ্রহণ করে অনায়েসেই খুব ভালো বেড়ে উঠতে পারবে।
২) অনিয়মিত গাছের ডাল ও পাতা ছেঁটে ফেলবেন। মরে যাওয়া ডাল ও পাতা গাছের মধ্যে রাখলে কিন্তু গাছের বৃদ্ধি হবে না। তাই যখনি গাছের মধ্যে এই ধরণের পাতা কিংবা ডাল দেখবেন কেঁটে ফেলবেন।
৩) জবা গাছ ভীষণভাবে সূর্যের আলো পছন্দ করে। তাই সবসময় জবা গাছ খোলা সূর্যের আলোয় রাখবেন।
৪) প্রতিদিন সকাল ও সন্ধ্যায় খুব ভালো করে আপনার গাছ গুলিকে স্নান করিয়ে দেবেন। তাহলে আপনার গাছ সম্পূর্ণ ভালো করে সবুজ হয়ে উঠবে।
এই চারটি বিশেষ নিয়ম যদি মানতে পারেন আপনার বাগানের জবা ফুলের গাছ গুলিতে শত শত ফুল ফুটবে কয়েকদিনের মধ্যেই।