১২ মাস সতেজ থাকবে তুলসী গাছ! অবশ্যই মেনে চলুন এই ৩টি টিপস

হিন্দু বাড়ি মানেই একটা তুলসী গাছ সবার বাড়িতে থাকবেই। তুলসী গাছকে মনে করা হয় ৩৩ কোটি দেবতার বাসস্থান। সেই হিসাবে প্রতিদিন এই গাছকে পুজো করেন সবাই। তুলসী পুজো করলে ঘরে আসে ইতিবাচক শক্তি। মেলে দেবী লক্ষ্মীর সম্পূর্ণ আশীর্বাদ। বাস্তুশাস্ত্রেও তুলসী গাছ খুবই গুরুত্বপূর্ণ। ঘরে থাকলে সুখ ও শান্তি থাকে। শুধু তাই নয় তুলসী গাছ ব্যবহার করে প্রচুর ওষুধ তৈরী হয়।
ঠান্ডা লাগলে দুটো তুলসী পাতা চিবিয়ে খেলেই ঠিক হয়ে যাবে। আবার আমরা বাজার চলতি বিভিন্ন ওষুধ কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিসে দেখি তুলসী পাতা ব্যবহার করা হয়েছে। অম্বলের সমস্যা তুলসী পাতার রস খেলে কম হয়। মানে একাধিক ক্ষেত্রে এই গাছ ব্যবহার করা হয় তা প্রমাণিত। তবে বাড়িতে অনেক সময় তুলসী গাছ শুকিয়ে যায়। আপনারা গাছ রোপন করার আগে এই তিনটি জিনিসের অবশ্যই খেয়াল রাখুন তাহলে আর কোনোদিন তুলসী গাছ শুকিয়ে যাবে না –
১) তুলসী গাছ রোপন করার সময় টবের ড্রেনেজ সিস্টেম অর্থাৎ তলায় ছোট ফুটো রাখতেই হবে। সেই ছোট ফুটোর সাহায্যে টবের অতিরিক্ত জল বেরিয়ে যাবে। গাছ লাগানোর আগে যখন মাটি ভরা হয় তখন সেই ফুটো যদি সঠিকভাবে বন্ধ না করা হয় তবে মাটি ভরার পর সেই মাটি শক্ত হয়ে শুকিয়ে যেতে থাকে। ফলে ওই মাটিতে পোঁতা গাছ খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাই অবশ্যই ছোট কুচি পাথর দিয়ে সেই মুখ বন্ধ করে নিন।
২) তুলসী গাছে যথাযত পরিচর্যা করুন ও নিয়মিত জল দিতে হবে।
৩) গাছ যখন পুঁতবেন টবে মাটির সাথেই সমপরিমানে মিশিয়ে কম্পোসড সার মিশিয়ে নিন। এর ফলে গাছ শুকিয়ে যাওয়ার কোনো ভয় থাকে না।
এই তিনটি বিশেষ পদ্ধতি অবলম্বন করে লাগান তুলসী গাছ। আর কোনোদিন শুকানোর কোনো ভয় থাকবে না।