Lifestyle

বয়সের কাঁটা ঘুরবে উল্টো দিকে! অবশ্যই ব্যবহার করুন এই ৩টি উপাদান, ফল পাবেন হাতেনাতে

বয়সের সঙ্গে সঙ্গে ত্বকে বলিরেখা পড়া খুবই সাধারণ একটি বিষয়। ২০র যুবতী আর ৪০র মহিলাকে দেখলে সহজেই তাদের বয়সের ফারাক ধরা যায়। এমনকি তাদের চোখে-মুখেও সেই ছাপ স্পষ্ট হয়। কিন্তু কাঁচের মতো ঝকঝকে, টানটান, মসৃন ত্বক কেইনা চায় বলুন তো দেখি। দাগছোপহীন হেলদি স্কিন সকলেরই স্বপ্ন। আর তার জন্য নিয়মিত যত্ন নেওয়া খুবই প্রয়োজন।

আর সঠিক যত্ন নিলেই আপনার ত্বক থাকবে সুন্দর ও সুস্থ। শুধু কি তাই সেক্ষেত্রে ৪০ পেরোলেও আপনার ত্বকের জেল্লা থাকবে ২৫ এর তরুণীর মতো। কিন্তু কিভাবে? আজকের এই প্রতিবেদনে সে বিষয়েই বিস্তারিত আলোচনা করবো। চলুন তবে জেনে নেওয়া যাক।

তুলসী পাতার ভেষজ গুনাগুন নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। এটি ত্বকের বয়সের ছাপ রুখতে সাহায্য করে। আসলে সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করে। এমনকি কোলাজেন উৎপাদনে বাধা তৈরি করে। কিন্তু ত্বকের টানটান ভাব ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোলাজেন। আর সেই কারণেই ত্বকে বয়সের ছাপ পড়ে।

 

তুলসী পাতা মুখে লাগলে আদ্রতার ঘাটতি মেটে। এমনকি রুক্ষ-শুস্কতা নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও বলিরেখাও মলিন হয়। যারফলে ত্বক থাকে কোমল ও সুন্দর। এমনকি পিগমেন্টেশন, নিস্তেজ ত্বককেও রক্ষা করতে তুলসী গাছ খুবই উপকারী। এছাড়াও তুলসীর সমস্ত উপাদানের মধ্যে Ursolic Acid, Rosmarinic Acid, Eugenol শক্তিশালী এন্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে।

  • তুলসী পাতা: প্রথমে ১ কাপ তুলসী পাতা বেটে নিন। এরপর ১ টেবিল চামচ বেসন এবং ১ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। তারপর এটি আপনার মুখে লাগিয়ে নিন। এরপর ১০ মিনিট অপেক্ষা করে ধুঁয়ে ফেলুন। তারপরেই দেখুন ম্যাজিক।

  • অশ্বগন্ধা: অশ্বগন্ধাও খুবই জনপ্রিয় একটি ভেষজ। এটি এন্টি-ফাঙ্গাল, এন্টি-ব্যাকটেরিয়া হিসেবে কাজ করে। একটি পাত্রে ১/২ চামচ অশ্বগন্ধা পাউডার নিন। তারসঙ্গে পরিমান মতো জল মিশিয়ে নিন। এরপর এসেনশিয়াল অয়েল কয়েক ফোঁটা এই প্যাকে মিশিয়ে নিতে পারেন। তারপর দুই উপাদান মিশিয়ে একটি ফেসপ্যাক তৈরি করে নিন। এরপর মুখে লাগিয়ে ১০ মিনিট রেখে তুলে ফেলুন। সপ্তাহে ১-২ দিন এই ফেসপ্যাকটি ব্যবহার করতে পারেন।

  • হলুদ: হলুদের গুনাগুন নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। রূপটানে বছরের পর বছর ধরে হলুদ ব্যবহার হয়ে আসছে। হলুদে থাকা কারকিউমিন এন্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে। একটি পাত্রে ১ টেবিল চামচ বেসন নিন। তারমধ্যে আধ চা চামচ হলুদ গুঁড়ো, পরিমান মতো কাচা দুধ, গোলাপ জল মেশান। এরপর ফেসপ্যাকটি তৈরি করে মুখে লাগিয়ে নিন। তারপর ১০ মিনিট অপেক্ষা করে ধুঁয়ে নিন। তাহলেই দেখতে পাবেন ম্যাজিক।

তাহলে আর চিন্তা কিসের বুঝে গেলেন ত্বকের জেল্লা কিভাবে বাড়াবেন। এমনকি কিভাবে ত্বককে ছাপমুক্ত করবেন।