নিমেষেই বাসন হবে ঝকঝকে পরিষ্কার! অবশ্যই মেনে চলুন এই ৬টি টিপস

বাসন মাজতে মাজতে হঠাৎ দেখলেন আপনার সাবান শেষ হয়ে গেছে। কাজের মাঝে আবারো দোকানে গিয়ে সাবান আনা মহা ধক্কির কাজ। কিন্তু কি করবেন তা ছাড়া যে আপনার বাকি বাসন গুলো মাজা হবে না। চিন্তা নেই আপনার ঘরে এমন ছয়টি উপকরণ আছে যা দিয়ে তেল চিটে বাসন থেকে পোড়া বাসন খুব কিছুই মাজতে পারবেন সহজে। তাহলে চলুন সাবান ফুরিয়ে গেলে কোন কোন জিনিস বাসন ধোওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন দেখে নেওয়া যাক –
১) বাসন মাজার ক্ষেত্রে বেকিং সোডা দুর্দান্ত একটা উপকরণ। প্রথমে হালকা গরম জলে থালাবাসন ধুয়ে নিন। এবার সব কটা বাসনের উপর বেকিং সোডা ছিটিয়ে কিছু সময় রেখে দিন। একটু পরে স্পঞ্জ বা স্ক্রাবার দিয়ে ভালো করে ঘষে আবার গরম জলে বাসনগুলো ধুয়ে ফেলুন। দেখবেন চকচকে হয়ে উঠবে পুরো।
২) একটি পাত্রে ৩ টেবিল চামচ বেকিং সোডা ও লেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণটিতে স্পঞ্জ ডুবিয়ে থালা-বাসন ঘষে নিন। তারপরে জল দিয়ে ধুয়ে ফেলুন বাসন হবে চকচকে ও পরিষ্কার।
৩) এক কাপ গরম জলের মধ্যে ২ টেবিল চামচ লবণ এবং ১টি পাতিলেবুর থেকে সম্পূর্ণ রস নিয়ে মিশিয়ে নিন। এই মিশ্রণটি সবকটি বাসনে ঢেলে রেখে দিন তারপরেই ভালো করে ঘষে ধুয়ে নিন।
৪) এক কাপ জলের মধ্যে ৪ থেকে ৫ টেবিল চামচ ভিনিগার ভালো ভাবে মিশিয়ে নিন। এই মিশ্রণটি সবকটি বাসনে স্প্রে কিংবা ঢেলে কয়েক মিনিট অপেক্ষা করুন। তারপরে স্পঞ্জ দিয়ে ঘষে ধুয়ে ফেলুন দেখবেন পুরো নতুনের মতো হয়ে গেছে।
৫) থালাবাসন ধোওয়ার জন্য কাঠকয়লার ব্যবহার শুনলে একটু অবাক তো নিশ্চয়ই হবেন। কাঠের ছাই সরাসরি থালাবাসনে ছিটিয়ে ঘষে ধুয়ে ফেলুন। এর ফলে যেমন গন্ধ দূর হবে ঠিক তেমনই বাসন থেকে জীবাণু নাশ হবে।
৬) চাল ভেজানো জলের মধ্যে প্রায় ৩০ মিনিট সবকটি বাসন ভিজিয়ে রাখুন। তারপর পাত্রগুলি ভালো ভাবে ঘষে গরম জলে ধুয়ে ফেলুন। চালের জলে থাকে স্টার্চ এবং সাইট্রিক অ্যাসিড। তাই খুব সহজেই তেল চিটে ও অতিরিক্ত মশলার দাগ দূর করতে পারে।