×
Lifestyle

ফুলে ফুলে ভরে উঠবে গোলাপ গাছ, অবশ্যই মেনে চলুন এই ৪টি টিপস

বাড়িতে যারা গাছ তৈরী করতে ভালোবাসেন তারা বিভিন্ন ধরণের নানান গাছ তৈরী করেন। তবে একটা সুন্দর গোলাপ গাছ আপনার বাগানে থাকবে না তা কি হয় বলুন। তবে কিভাবে খুব সহজেই সারা বছর গাছে গোলাপ ফুল ফোটাবেন সেই নিয়ে চিন্তায় আছেন নিশ্চয়ই। সেই কারণেই আপনাকে জানাবো এমন চারটি পদ্ধতি যার ফলে গোলাপ গাছে শত শত ফুল হবে নিমেষেই। আপনার সবথেকে ভালোবাসার গোলাপ গাছটিতে কিভাবে সারা বছর ফুল ফোটাবেন জেনে নিন।

ফুলে ফুলে ভরে উঠবে গোলাপ গাছ, অবশ্যই মেনে চলুন এই ৪টি টিপস -

১) প্রথমে গাছ রোপন করার পরে খেয়াল রাখবেন গাছের নিচের দিকে যে পাতা ও ডালগুলি বেরোবে সেগুলি অবিলম্বে কেঁটে ফেলবেন। কারণ সে গুলি না কাটলে আপনার গাছের ফলন ভালো হবে না। তার সাথেই গাছের মাটিতে দেখবেন অনেক ধরণের ছোট ছোট ঘাস ওঠে সেগুলিও তুলে ফেলবেন।

ফুলে ফুলে ভরে উঠবে গোলাপ গাছ, অবশ্যই মেনে চলুন এই ৪টি টিপস -

২) গোলাপ গাছ ঝাঁকড়া ও রোগমুক্ত রাখতে গাছে জল স্প্রে করুন। তবে শুধু তাই নয় এর সাথেই ছোট ছোট করে অ্যালোভেরা কেঁটে নিয়ে জলের মধ্যে ৮-১০ ঘন্টা ভিজিয়ে রাখুন। তারপরে সেই জল ছেঁকে নিয়ে আরও সাধারণ জলের সাথে মিশিয়ে গাছের উপর স্প্রে করুন।

ফুলে ফুলে ভরে উঠবে গোলাপ গাছ, অবশ্যই মেনে চলুন এই ৪টি টিপস -

৩) এক লিটার জলের মধ্যে দুই চামচ সর্ষের খোল ও ওপর পাত্রে দুই চামচ হাড়ের গুঁড়ো নিয়ে এক রাত ভিজিয়ে রাখুন। দুটি তরল এবার মিশিয়ে নিয়ে ওপর ৫ লিটার জলের সাথে মিক্স করে গাছের গোড়ায় ১৫ দিন অন্তর দিয়ে দিন। এটি গাছের সারা বছরের খাদ্য হিসাবে ব্যবহার করতে পারবেন।

ফুলে ফুলে ভরে উঠবে গোলাপ গাছ, অবশ্যই মেনে চলুন এই ৪টি টিপস -

৪) N:P:K সার দেড় চামচ জলের সাথে মিশিয়ে বিকাল বেলায় গাছের উপর স্প্রে করবেন। মাততে যেমন খাদ্য দেবেন ঠিক তেমনই আপনি গাছের পাতাতেও খাদ্য দিতে হবে। মাসে দুই বার এই বাজার থেকে কিনে আনা তরল N:P:K সার ব্যবহার করুন।

দেখবেন এই চারটি পদ্ধতি ফলো করলে আপনার গোলাপ গাছ কেমন সুন্দর হয়ে উঠবে। অবিলম্বে এই পদ্ধতি ফলো করুন।