পুরনো চুড়ি ঢুকছে না হাতে? এই ঘরোয়া টিপস মেনে পরে ফেলুন নিমেষেই

সময়ের সঙ্গে সঙ্গে অনেকেই মোটা হন। যারফলে হাতের গড়ন খানিকটা বদলে যায় বৈকি। আর সেসময় পুরোনো চুড়ি, বালা হাতে ঢুকতে চায়না। ফলে পছন্দের সব জিনিস না পরেই কাটাতে হয়। যারফলে কখনও খানিকটা দুঃখ হয় বৈকি। তবে, আজ আপনাদের কয়েকটি ঘরোয়া টিকস বলবো যেগুলি ফলো করলেই সহজে পুরোনো গয়না আপনি পড়তে পারবেন।
১.ময়েশ্চারাইজার বা তেলের সাহায্য নিন
অনেকসময় মোটা হয়ে যাওয়ার কারণে হাত শক্ত হয়ে যায়। যারফলে চুড়ি পড়া কঠিন হয়ে পড়ে। আর তাই চুড়ি পড়ার আগে হাতে ময়েশ্চারাইজার অথবা নারকেল তেল লাগিয়ে নিন। তাহলে দেখবেন সহজেই চুড়ি হাতে ঢুকে যাবে।
২.অ্যালোভেরা জেলের ব্যবহার
চুড়ি পরতে অ্যালোভেরা জেলের জুড়ি মেলা ভার। আর তাই চুড়ি পরার আগে হাতে ভালো করে অ্যালোভেরা জেল মাখিয়ে নিন। তারপর দেখবেন সহজেই চুড়ি হাতে ঢুকে যাবে।
৩.সাবান ব্যবহার করুন
চুড়ি যদি হাতে একেবারে না ঢুকতে চায় তাহলে হাতে সাবান লাগিয়ে নিন। এরপর দেখবেন চুড়ি সহজেই হাতে ঢুকে যাবে।
৪.পলিথিনের সাহায্য নিন
চুড়ি পরার জন্য প্রথমেই আগে পলিথিনের ব্যাগ হাতে পরে নিন। তারপর উপর দিয়ে খানিকটা তেল মেখে নিন। এরপর ধীরে ধীরে চুড়ি হাতে গলিয়ে নিতে পারবেন।
৫.গ্লাভস পরুন
অনেক সময় চুড়ি হাতে খুব টাইট হয়ে যায়। আর তখন হাতে গ্লাভস পড়ে নিন। তারপর ধীরে ধীরে চুড়িটাকে গোল গোল করে হাতের ভিতর ঢুকিয়ে নিন।
তাহলে কি জেনে গেলেন কিভাবে চুড়ি হাতে ঢুকাবেন।