শীতকালে ত্বক হবে আরও সুন্দর! অবশ্যই মেনে চলুন এই পাঁচটি টিপস

সুন্দর, উজ্জ্বল ত্বক আমরা সবাই চাই। অথচ শীতকালে ত্বকের উজ্জ্বলতা বজায় রেখে চলা কঠিন হয়ে পড়ে। এদিকে শীতকাল বিভিন্ন ধরনের অনুষ্ঠান, পার্টি, পিকনিক, মেলা, নাট্যোৎসব, বেড়ানোর মরশুম৷ অথচ শীতের শুষ্কতায় ত্বক উজ্জ্বলতা হারিয়ে একেবারে ড্রাই হয়ে যায়। এজন্য অনেকেই অপ্রস্তুতিতে পড়েন। অনেকে আত্মবিশ্বাসের অভাব বা হীনমন্যতায় ভোগেন। এই সমস্যার সমাধানের জন্য নিয়মিত স্কিনকেয়ার রুটিন মেনে চলুন। প্রতিদিন এই রুটিন মেনে চললে আপনার ত্বক এই শীতেও থাকবে তরতাজা, কোমল।
১. ত্বককে উজ্জ্বল ও নরম রাখতে শীতকালে জেল বেসড ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। তাহলে ত্বক থাকবে আর্দ্র এবং মোলায়েম।
২. শুষ্ক শীতকালে হাওয়ায় অনেক বেশি ধূলোকণা থাকে। এজন্য ত্বক খুব ড্রাই হয়ে যায়৷ ত্বকে ডেড সেল তৈরি হয়। এই ডেড সেলের কারণে ত্বক আরো নির্জীব দেখায়৷ এই ডেড সেল প্রতিরোধের জন্য মাস্ক ব্যবহার করুন।
৩. ত্বক পরিষ্কার রাখার জন্য মৃদু ক্লিনজার ব্যবহার করুন৷ শীত শুষ্ক ঋতু। এই সময় ত্বক খুবই রুক্ষ হয়ে পড়ে। এজন্য মৃদু ক্লিনজার ব্যবহার করা জরুরী। এতে ত্বক কোমল হয়।
৪. শীতকালে ত্বককে হাইড্রেটেড রাখা খুব জরুরী৷ এজন্য ক্রিমি বডি বাটার, শিয়া বাটার এবং কোকোয়া অয়েল খুব উপকারী। এগুলি নিয়মিত ব্যবহার করলে ত্বক হবে মোলায়েম, উজ্জ্বল ও আর্দ্র৷ শুষ্ক শীত আপনার নরম ত্বকে থাবা বসাতে পারবেনা।
৫. শীতে ত্বককে রুক্ষ হয়ে যাওয়া থেকে বাঁচাতে ত্বকে শীতের বিশেষ ময়েশ্চারাইজার ব্যবহার করুন। তাহলে ত্বক আর্দ্র থাকবে।
(এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)