Lifestyle

সাংসারিক অশান্তি থেকে আর্থিক সমস্যা, মিটবে সবকিছুই! আজই করুন তেজপাতার এই সহজ টোটকা

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না। ভুলভাল স্বপ্ন (Dream) নিয়মিত দেখছেন। অনেক রকম কাজ করেও ঘুমে তেমন স্যাটিশফেকশন পাচ্ছেন না। আবার ঘুমের মধ্যে আচমকাই প্রিয়জনের মৃত্যু দেখে আঁতকে উঠছেন। এই সকল সমস্যার সমাধান করতে পারে রান্নাঘরের একটি দ্রব্য। রাতে আপনার ঘুম ঠিক করতে পারে রান্নাঘরে ব্যবহৃত অন্যতম মশলা তেজপাতা। রান্নাঘরের অন্যতম প্রভাবশালী মশলা এটি। কোনো রান্নায় তেজপাতা ব্যবহার করলেই রান্নার স্বাদ পাল্টে যায়।

কিন্তু জানেন কী জ্যোতিষশাস্ত্রেও তেজ পাতার (Bay Leaf) গুনাগুন তুখোড়। এই পাতার ব্যবহার আপনার সংসার ধন-সম্পদে ভরিয়ে তুলতে পারে। এমনকী রোগ প্রতিরোধের ক্ষমতাও প্রবল এই পাতার মধ্যে। আজ জানাবো জ্যোতিষশাস্ত্রে এই গাছ কতটা কার্যকরী এবং আপনার ঘুমের ব্যাঘাত কিভাবে সারিয়ে তুলতে পারে এই পাতা।

  1. ইচ্ছা পূরণের জন্য আপনি একটি তেজপাতা নিয়ে সিঁদুর দিয়ে তার মধ্যে মনের কথাটি লিখে কোনো মন্দিরে অর্পণ করলেই মনের ইচ্ছে পূর্ন হতে পারে।
  2. ভয়ে ঘুম ভেঙ্গে যাচ্ছে নিয়মিত, তাহলে বালিশের তলায় একটি তেজ পাতা রেখে দিন। সমস্যার সমাধান হবে।
  3. আপনার আর্থিক অবস্থা যদি ভালো না চলে তাহলে আপনি একটি তেজপাতা নিয়ে সেখানে আপনার মনের কথা বলে দেবী লক্ষ্মীর চরণে নিবেদন করতে পারেন। তাতে খুব সহজেই ফল মিলবে।
  4. অশুভ দৃষ্টি ও কু-নজর কাটিয়ে উঠতে আপনি তেজপাতার সাহায্য নিতে পারেন। এক্ষেত্রে আপনি একটি তেজপাতা ও এক চামচ লবণ নিয়ে সাতবার সেবন করুন তাতে আপনার উপর থেকে বদ নজর কেটে যেতে পারে।