×
Lifestyle

Lifestyle: অমঙ্গল এড়াতে ভুল করেও বাড়িতে লাগাবেন না এই ৫ টি গাছ

অনেকেই আছেন যাদের গাছ লাগানোর খুব শখ থাকে। আর সেই মতোন বাজারে বেরোলেই নানান গাছ কিনে আনেন। কিন্তু জানেন কি বাস্তু মতে গাছ না লাগালে সেটা কিন্তু আপনার জন্য ঠিক না। এমনকি ভুল গাছ লাগালে অর্থনৈতিক সংকটও দেখা দিতে পারে। আর তাই অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধশালী হতে গেলে এইসব গাছ কখনই লাগাবেন না। আজ আপনাদের Humppy-র পাতায় জানাবো সে বিষয়েই। চলুন তবে দেখে নেওয়া যাক সেই গাছ গুলি কি কি

১. অশ্বথ গাছ

Lifestyle: অমঙ্গল এড়াতে ভুল করেও বাড়িতে লাগাবেন না এই ৫ টি গাছ -

আমরা অনেক সময় মন্দিরের আশেপাশে বট বা অশ্বথ গাছ দেখে থাকি। পুজোর জায়গায় এই গাছ শুভ। কিন্তু বাড়িতে এই গাছ লাগাবেন না। অনেক সময় বাড়ির দেওয়ালের ফাটলে এই গাছ জন্মাতে দেখা গেলেও তৎক্ষণাৎ তুলে ফেলে দিন। কেননা এই গাছটি মন্দিরের জন্য শুভ হলেও আপনার বাড়ির জন্য নয়।

২. কাঁটা জাতীয় উদ্ভিদ

Lifestyle: অমঙ্গল এড়াতে ভুল করেও বাড়িতে লাগাবেন না এই ৫ টি গাছ -

ঘর সাজাতে কেই না ভালোবাসে। আর তাই অনেক সময় অনেকেই ইন্ডোর প্ল্যান্ট হিসেবে ক্যাকটাস জাতীয় গাছ ঘরের মধ্যে রাখেন। তবে, বলে রাখি যে ভুল করেও কখনও বাড়িতে কাঁটা জাতীয় গাছ রাখবেন না। কেননা এটি নেগেটিভ শক্তিকে আহবান করে। যা আপনার জীবনকে একেবারে ধ্বংস করে দিতে পারে।

৩. বনসাই গাছ

Lifestyle: অমঙ্গল এড়াতে ভুল করেও বাড়িতে লাগাবেন না এই ৫ টি গাছ -

অনেকেই আছেন যারা বাড়িতে বনসাই গাছ লাগিয়ে থাকেন সৌন্দর্য্য বৃদ্ধির জন্য। তবে আপনি জানেন কি এই গাছ বাড়িতে রাখলে আপনার অর্থনৈতিক সংকট বৃদ্ধি পাবে। এমনকি আপনি কখনই আর্থিক দিক দিয়ে উন্নতি করতে পারবেন না। আর তাই এই গাছ বাড়িতে রাখা একেবারেই উচিত নয়।

৪.বাবলা গাছ

Lifestyle: অমঙ্গল এড়াতে ভুল করেও বাড়িতে লাগাবেন না এই ৫ টি গাছ -

বাবলা গাছের গুনাগুন নিয়ে নতুন করে বলার অপেক্ষা রাখেনা। কারণ এটির মধ্যে রয়েছে প্রচুর ওষধিগুন। কিন্তু তা সত্ত্বেও এই গাছ কখনও বাড়িতে লাগানো উচিত নয়। অন্তত বাস্তুবিদরা তেমনটাই বলছেন। এই গাছ বাড়িতে থাকলে নাকি শরীর অনেকটাই খারাপ হতে পারে। এমনকি গৃহে নেতিবাচক শক্তি বেড়ে যায়।

৫.শুকনো গাছ, প্লাস্টিকের গাছ

Lifestyle: অমঙ্গল এড়াতে ভুল করেও বাড়িতে লাগাবেন না এই ৫ টি গাছ -

অনেকেই আছেন ঘর সাজানোর জন্য প্লাস্টিকের গাছ রাখেন। কিন্তু সেটি একেবারেই উচিত নয় বলে জানিয়েছেন বাস্তু বিশেষজ্ঞরা। এমনকি ঘরে ফুল থাকলে সেটি যদি শুকিয়ে যায় তাহলে সেই গাছকেও তৎক্ষণাৎ ছেঁটে ফেলার পরামর্শ দেন বাস্তুবিদরা।

তাহলে, জেনে গেলেন নিশ্চই কোন গাছ আপনার বাড়ির জন্য একেবারেই সঠিক নয়। তাহলে এই গাছ থেকে এড়িয়ে চলুন। প্রতিবেদনটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।

Disclaimer: বাস্তুবিদদের পরামর্শের ভিত্তিতে এই প্রতিবেদনটি লেখা হয়েছে। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।