Lifestyle
দাঁতের হলদে ভাব এবং কালো ছাপ মূহুর্তে যাবে চলে, হবে সাদা ঝকঝকে! মেনে চলুন এই টিপস

Tooth Cleaning Tips: জানেন কি একজন মানুষের ব্যাক্তিত্ব নির্ধারণ করে তার একগাল মুখের হাসি। আর হাসি মনেই দাঁতের বহিঃপ্রকাশ। যদিও অনেকে আবার দাঁত চেপে হেসে থাকেন। তবে, দাঁত বের করা হাসিতে থাকে প্রাণখোলা ভাব। একটি মানুষের দাঁত সুন্দর হওয়ার চেয়েও বেশি করে প্রয়োজন দাঁত সুস্থ থাকা। কেননা, দাঁতে যদি কোনো দাগ থাকে তাহলে মিষ্টি হাসিও কেমন যেন ফিকে লাগে। এমনকি থাকেনা কোনো আত্মবিশ্বাস।
আর তো তাই দাঁত পরিষ্কার রাখা খুবই জরুরি। কিন্তু দাঁত পরিষ্কার রাখা মানেই কি খালি ডাক্তারের কাছে যাওয়া? না একেবারেই তা নয়। বাড়িতেই আপনি সহজ কিছু পদ্ধতিতে দাঁত পরিষ্কার করতে পারবেন। আর আজকের এই প্রতিবেদনে সেই বিষয়েই বিস্তারিত আলোচনা করবো। চলুন তবে দেখে নেওয়া যাক
১.পানপাতা ও সরষের তেল:
- আজকালকার দিনে বাচ্চা থেকে বুড়ো সকলের মধ্যেই বিড়ি, সিগারেট সহ পান খাওয়ার প্রবণতা দেখা যায়। যারফলে দাঁতে কালো ছোপ পড়ে যায়। তবে, চিন্তার কিছু নেই ঘরোয়া কিছু উপায়ের মাধ্যমে এই দাগ দূর করা যায়। প্রথমেই আপনাকে একটি পান পাতার মধ্যে ভালো করে সরষের তেল লাগিয়ে নিতে হবে। এরপর প্রদীপ জ্বেলে পান পাতাকে গরম করে নিন। তারপর দাঁতে ভালো করে মালিশ করে নিন। এরপর শক্ত কিছু দিয়ে দাঁতের উপর ঘষুন। দেখবেন মুহূর্তেই দাঁতের কালো দাগ দূর হবে।
২. তেজপাতার পাউডার ও লেবুর রস:
- তেজপাতার পাউডারে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। এরপর সেই মিশ্রনটি দিয়ে দাঁত মাজুন। এভাবে কয়েকদিন মাজলেই আপনার দাঁতের দাগ ছোপ নিমেষেই উধাও হয়ে যাবে।
৩.খাবার সোডা ও টুথপেস্ট:
- খাবার সোডাকে টুথপেস্টের সঙ্গে মিশিয়ে দাঁত ব্রাশ করুন। এতে দাঁত হবে সাদা।
৪.পেয়ারা পাতা:
- দাঁতের যত্নে পেয়ারা পাতাও বেশ উপকারী। পেয়ারা পাতার রস দাঁতে লাগিয়ে মাজলে এতে দাঁত যেমন সাদা হবে তেমনই মাড়ি হবে মজবুত।
৫.বিটনুন ও সরষের তেল:
- সামান্য পরিমানে বিটনুন ও সরষের তেলকে ভালো করে মিশিয়ে দাঁতে ঘষুন। তাহলে দেখবেন দাঁতের কালো ছোপ বা হলদে ভাব একেবারেই চলে যাবে।
- তাহলে আর চিন্তা কিসের এভাবে ঘরোয়া উপায়ে নিমেষেই দাঁতের কালো দাগ-ছোপ দূর করুন।