×
Lifestyle

বাড়ির টবে সহজেই চাষ করুন কমলালেবু, ফলন হবে দারুন, শিখুন বিশেষ পদ্ধতি

আমরা অনেকেই শীতকালের ফল খেতে খুবই ভালোবাসি। শীতকালে বিশেষ কিছু ফল পাওয়া যায় যা আর অন্যান্য সময়গুলোতে হয়না। আর এই সমস্ত ফলগুলোর মধ্যেই একটি হলো কমলালেবু। আমরা জানি শীতকাল মানেই হলো কমলালেবু খাওয়ার সময়। তবে অনেকেরই সখ থাকে নিজের বাড়িতেই একটা মিষ্টি কমলালেবুর গাছ থাকবে এবং অনেকে বাড়ির ছাদেও গাছটি লাগানোর কথা ভাবেন। তবে আমাদের সমতলভূমিতে সবাই-ই ভাবে যে কমলালেবু গাছ সম্ভবই নয়। আর সেই কারণেই আজ আপনাদের বলব আপনারা এই সমতলেও এবং এই আবহাওয়াতেও কিভাবে কমলালেবু গাছ লাগাবেন ও তার পরিচর্চা করবেন।

প্রথমেই আপনাদের বলবো কিভাবে এই মিষ্টিজাতীয় কমলালেবু গাছের জন্য মাটি প্রস্তুত করবেন। মাটিটি প্রস্তুত করার জন্য নেবেন 40% সাধারণ মাটি,40% একবছরের পুরোনো গোবর সার,সাথে 250 গ্রাম হাড়ের গুঁড়ো,150 গ্রাম সিংকুচি,250 গ্রাম নিমখোল এবং 250 গ্রাম শঙ্খের গুঁড়ো। এরপরে সমস্তটা ভালোভাবে মিশ্রণ করে জল দিয়ে ভিজিয়ে 15 দিন রেখে দিতে হবে। তারপর সেগুলোকে ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে। এরপরে 4 ভাগের একভাগ কোকোপিট মিশিয়েই মাটিটি প্রস্তুত হয়ে যাবে।

ADVERTISEMENT

এরপরে গাছটিকে ভালোভাবে বসিয়ে দিয়েই তার যত্ন নেওয়া শুরু করে দিতে হবে। বাজারে সাধারণত দার্জিলিং কমলালেবু গাছ বললেই পেয়ে যাবেন। খুব ভালোভাবে কীটনাশক ও সার প্রয়োগ করতে থাকলে গাছটির গ্রোথ বৃদ্ধি হতে থাকবে এবং অনেক পাতা আসতে থাকবে। কমলালেবু গাছগুলোতে ফুল আস্তে শুরু করে মার্চ মাসের মাঝামাঝি সময়ে। এই সময়ে প্রতিলিটার জলে এক মিলিলিটার মিরাকুলান আর দুই গ্রাম এন্ট্রাকল ফাঙ্কিসাইড মিশিয়ে ভালোভাবে গাছটিতে স্প্রে করে দিতে হবে। এরকমভাবে যত্ন নিতে থাকলে প্রায় ছয়মাস পরে দেখা যাবে ফল আস্তে শুরু করেছে গাছটিতে। ওই ছয়মাস খুব ভালোভাবে কীটনাশক স্প্রে করে দিতে হবে যাতে বিভিন্ন কীটপতঙ্গের আক্রমণ থেকে রক্ষা পায় গাছটি।

প্রতি ছয়মাস অন্তর গাছটিতে পান খাওয়ার চুন দিতে হবে এবং প্রতি দেড়মাস অন্তর মিশ্রসার গাছের মাটিতে দিতে হবে। বছরে দুবার চুনপ্রয়োগ করলে মাটিটি সামান্য পরিমাণ ক্ষারীয় থাকবে যেটি লেবুগাছ পছন্দ করে থাকে। আর মিশ্রসারটিকেও প্রতি ছয়মাস অন্তর ব্যবহার করতে থাকলে গাছটির গ্রোথ এবং ফলের সংখ্যা অনেকটাই বাড়তে থাকবে। তারও কিছু মাসপরে দেখা যাবে গাছটির কমলালেবু গুলি পাকতে শুরু করছে এবং কমলালেবুর ভারে গাছটি নুইয়ে পড়েছে। আর যত্নের প্রয়োজন অনেকটাই যদি ফলটি মিষ্টিরূপে পেতে চান। এভাবেই বাড়িতেই আপনারা কমলালেবু গাছ লাগিয়ে তার পরিচর্চা করে সুস্বাদু ও মিষ্টি কমলালেবু উপভোগ করতে পারেন।

ADVERTISEMENT

Related Articles