ভুল করেও বাথরুমে খালি বালতি রাখবেন না, গ্রাস করতে পারে অর্থনৈতিক সংকট

মনুষ্য জীবনকে সম্পূর্ণভাবে ঘিরে থাকে বাস্তুশাস্ত্র। বাড়ি তৈরী থেকে বাড়ি সাজানো সবেতেই বাস্তুর একটা বিরাট পরিধি থাকে। জীবনের সুখ লুকিয়ে রয়েছে বাস্তুর মধ্যে। সব অশুভ শক্তির হাত থেকে মুক্তি মেলে যদি আপনার বাড়িতে বাস্তুশাস্ত্র খুব ভালো থাকে। বাড়ির প্রতিটা কোণা আমাদের জীবনের উপর প্রভাব ফেলে। আর ঠিক সেইভাবেই প্রভাব ফেলে ডাইনিং কিংবা বেডরুমের মতোই বাথরুম।

এখন প্রায় সবার বাড়ির মধ্যেই বাথরুম স্থান পেয়েছে। কিন্তু বাথরুমের মধ্যে সবথেকে বেশি অশুভ শক্তি থাকে তা মনে করা হয়। যে কারণে আপনার বাথরুমে এমন কিছু বিশেষত খেয়াল রাখবেন যাতে বাস্তু সর্বদা পজিটিভ এনার্জি নির্গত করে। প্রথমেই বলে রাখি আপনার বাথরুমে কোনোদিনও খালি বালতি রেখে দেবেন না। বালতি খালি রাখলে আপনার অধিক অর্থ ব্যয় হবে। জীবনে সর্বদা আপনার সুখ-শান্তি নষ্ট হবে।
অন্যদিকে আপনি যদি বালতিতে সবসময় জল ভরে রাখেন তাহলে আর্থিক উন্নতি হবে। সাথেই সুখ-শান্তি আসবে আপনার জীবনে। তাই রাত হোক কিংবা দিন সর্বদা আপনার বাথরুমের বালতি জল দিয়ে ভরে রাখার চেষ্টা করবেন। তার সাথেই বাথরুমের দেওয়ালে নীল রঙ করুন। নীল রঙকে সবসময় শুভ রঙ হিসাবে ধরা হয় আমাদের বাস্তুশাস্ত্রে।
নীল রঙের বালতি এবং নীল রঙের মগও ব্যবহার করতে পারেন। এতেও বাথরুমে অশুভ শক্তি সহজে আপনার পরিবার এবং আপনার জীবনের উপর কু-প্রভাব ফেলতে পারবে না। অনেকেই আছেন যারা বাস্তু মানেন না। কিন্তু জীবনের এই ছোট ছোট জিনিস গুলি অবশ্যই মেনে চলা দরকার। যদি ছোট কাজেই নিজের ও পরিবারের ভালো হয় তাহলে অবশ্যই সেই কাজ করা উচিত। তবে মনে বিশ্বাস রেখে এই ধরণের কাজ করার চেষ্টা করবেন নাহলে কোনো কাজই হবে না।