বদলাবে ভাগ্য ও জীবন হবে সুখময়! রোজ সকালে ঘুম থেকে উঠে অবশ্যই করুন এই কাজ

নতুন বছরের মাত্র কয়েকটি দিন কেটেছে তবে এখনও প্রায় পুরো বছরটাই বাকি আছে। তাই এই বছরে আপনার জীবনে কিছু চমকপ্রদ হবার আসায় নিশ্চয়ই দিন গুনছেন। তবে দিনের শুরু হয় ঘুম থেকে সকালে ওঠার পরেই। যে কারণে আপনি ঘুম থেকে উঠে কি দেখবেন আর কি দেখবেন না সেটা নিয়ে বিভিন্ন সময়ে আমরা শুনে থাকি। বাস্তু অনুসারে এমন কিছু টিপস আছে, যা সকালে উঠে মেনে চললে ভাগ্য খুলে যায়। তবে আবার কিছু কাজ আছে যেগুলি ভুলবশত করে ফেললে, দুর্ভাগ্যের শিকারও হতে পারেন।
তাই সকালে উঠে কী করবেন আর কী করবেন না জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। বাস্তু অনুসারে একদিন নয় প্রতিদিন আপনার এই বিশেষ টিপস মেনে চলা উচিত। তাই আর দেরি না করে সেই টিপস গুলি দেখে নিন।
ঘুম থেকে উঠে যা করা উচিত:
১) সকালে প্রথমে ঘুম থেকে উঠে নিজের হাতের তালুর দিকে তাকান। হাতের তালুতে কৃষ্ণ, সরস্বতী ও লক্ষ্মী থাকেন তাই তাকালে একসাথে আপনি তাদের দেখে নিচ্ছেন।
২) হাতের তালু দেখে ভগবানের নাম নিয়ে মুখে ঘষে নিন। কারণ হাতের তালুকে পদ্মর সাথে তুলনা করা হয় তাই দিনের শুরু হবে ভালো।
৩) ঘুম থেকে ওঠার পরে সূর্যদেবকে দেখবেন ও জল পান করবেন। আর যারা সূর্য উদয়ের আগে ওঠেন তারা চাঁদ দেখতে পারেন।
এবার ঘুম থেকে উঠে যা দেখবেন/ করবেন না :
১) ঘুম থেকে উঠে কোনোদিন আয়না দেখবেন না। কারণ আয়নায় সকালে তাকালে পূর্বের নেতিবাচকতার ছাপ দেখা যায়।
২) সকালে উঠে কখনওই এঁটো বাসনের দিকে তাকাবেন না। ঘরের মধ্যে এঁটো বাসন রাখবেন না সাথেই আগেরদিন রাতেই সব পাত্র পরিষ্কার করে রাখুন যদি সম্ভব হয়।
৩) ঘুম থেকে উঠে কোনোদিন ছায়া দেখবেন না। এই ছায়া রাহুর লক্ষণ হয় তাই যতটা পারবেন এটা এড়িয়ে চলুন।
৪) ঘুম থেকে উঠে কখনও হিংস্র বা বন্য প্রাণীর কোনো ছবি দেখবেন না। বাস্তু মতে মন বিষিয়ে তোলে যার ফলে সারাদিন আপনার খারাপ হতে পারে।
উপরের এই কয়েকটি বাস্তু টিপস যদি মেনে চলতে পারেন তাহলে দারুন কাজ হবে আপনার জীবনে তা বলার অপেক্ষা রাখে না। তাই উপরে লেখা সেই তিনটি কাজ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অবশ্যই করুন।