×
Lifestyle

হতে পারে চরম বিপদ! ভুলেও বাড়ির এই দিকে রাখবেন না তুলসী গাছ

হিন্দু বাড়ি মানেই একটা তুলসী গাছ সবার বাড়িতে থাকবেই। তুলসী গাছকে মনে করা হয় ৩৩ কোটি দেবতার বাসস্থান। সেই হিসাবে প্রতিদিন এই গাছকে পুজো করেন সবাই। তুলসী পুজো করলে ঘরে আসে ইতিবাচক শক্তি। মেলে দেবী লক্ষ্মীর সম্পূর্ণ আশীর্বাদ। বাস্তুশাস্ত্রেও তুলসী গাছ খুবই গুরুত্বপূর্ণ। ঘরে থাকলে সুখ ও শান্তি থাকে। তবে জানেন কি এই গাছ রাখার কিন্তু নিয়ম আছে নাহলেই হিতে বিপরীত হতে পারে সম্পূর্ণভাবে।

হতে পারে চরম বিপদ! ভুলেও বাড়ির এই দিকে রাখবেন না তুলসী গাছ -

১) বাড়িতে সবসময় উত্তর দিকে এই তুলসী গাছ রাখতে হবে। বাড়িতে যদি এই গাছ রোপন করার জায়গা না থাকে তাহলে উত্তর-পূর্ব দিকে রেখে দিন।

২) বৃহস্পতিবার দেখে আপনি তুলসী গাছ রোপন করবেন তাহলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাবেন। কিন্তু শনিবার কোনোমতেই তুলসী গাছ বাড়িতে আনবেন না তাহলে আপনার জীবনে নেমে আসবে আর্থিক সংকট।

হতে পারে চরম বিপদ! ভুলেও বাড়ির এই দিকে রাখবেন না তুলসী গাছ -

৩) বাড়িতে যে জায়গায় তুলসী গাছ রাখবেন তার চারপাশ সবসময় পরিষ্কার পরিছন্ন রাখবেন। কারণ এই গাছে বাস করেন স্বয়ং মা লক্ষী তাই সর্বক্ষণ পরিষ্কার রাখা আমাদের কর্ম।

৪) বাড়ির পূর্ব দিকে কোনোদিনও তুলসী গাছ রাখবেন না। এর ফলে নেতিবাচক প্রভাব পরে যার ফলে প্রচন্ড আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন আপনি।

হতে পারে চরম বিপদ! ভুলেও বাড়ির এই দিকে রাখবেন না তুলসী গাছ -

৫) বাড়িতে জায়গা না থাকলে অনেকে ছাদে তুলসী গাছ রোপন করেন। এমনটা ভুলেও করবেন না। ছাদে রাখলে আপনার সম্পদের হানি হতে পারে। সংসারে যেমন সমস্যা তৈরী হবে ঠিক তেমনই আপনার জীবনেও নানাবিধ সমস্যা আসবে।