×
Lifestyle

নেমে আসবে অর্থকষ্ট ও সংসারে দেখা দেবে অশান্তি! ভুলেও বাড়িতে লাগাবেন না এই ৮টি গাছ

বাড়িতে গাছ লাগানোর শখ থাকে প্রচুর মানুষের। সেই সাথেই দেখতে সুন্দর বা আমাদের কাজে লাগে এমন অনেক ধরনেরই গাছ আমরা রোপন করে থাকি। তবে জানেন কি বাস্তু মতে এমন কিছু গাছ আছে যা বাড়িতে লাগালে আপনাদের জীবনে নেমে আসতে পারে ঘোর অন্ধকার। বিশ্বাস করছেন না তাই তো? আসলে এই সব গাছ গুলি বাড়িতে রাখলে হিতে বিপরীত হয়। তাই কোন গাছ ভুলেও বাড়িতে রাখবেন না তার একটা ধারণা নিচে দেওয়া হলো –

নেমে আসবে অর্থকষ্ট ও সংসারে দেখা দেবে অশান্তি! ভুলেও বাড়িতে লাগাবেন না এই ৮টি গাছ -

১) ক্যাকটাস- বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে কোনোদিনও ক্যাকটাস গাছ লাগাবেন না। কাঁটা দেওয়া গাছ আপনারও জীবনেও উন্নতিতে কাঁটা হয়ে আসে। তাই ঘরের মধ্যে ভুলেও ক্যাকটাস গাছ রাখবেন না।

নেমে আসবে অর্থকষ্ট ও সংসারে দেখা দেবে অশান্তি! ভুলেও বাড়িতে লাগাবেন না এই ৮টি গাছ -

২) কুল- সরস্বতী পুজো এসে গেছে আর কুল খাওয়া তো এখন চলতেই থাকবে। সবাই জানেন কুল গাছে কাঁটা থাকে। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে কুল গাছ লাগালে জীবন খারাপ হয়ে যায়।

নেমে আসবে অর্থকষ্ট ও সংসারে দেখা দেবে অশান্তি! ভুলেও বাড়িতে লাগাবেন না এই ৮টি গাছ -

৩) বনসাই- বনসাই দেখতে খুবই আকর্ষণীয় যে কারণে অনেকেই বাড়ির সৌন্দর্য বাড়াতে রেখে থাকেন। কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে বনসাই গাছ থেকে নেতিবাচক শক্তি ঘরে ছড়িয়ে পরে। তাই বাড়ির সীমানার মধ্যে এই গাছ রাখবেন না।

নেমে আসবে অর্থকষ্ট ও সংসারে দেখা দেবে অশান্তি! ভুলেও বাড়িতে লাগাবেন না এই ৮টি গাছ -

৪) বাবলা – এই গাছটিও কাঁটা যুক্ত আর আগেও বলেছি কাঁটা যুক্ত গাছ বাড়িতে রাখবেন না। তাই বাবলা গাছ ভালো হলেও বাস্তুর কথা ভেবে দূর করে দিন।

নেমে আসবে অর্থকষ্ট ও সংসারে দেখা দেবে অশান্তি! ভুলেও বাড়িতে লাগাবেন না এই ৮টি গাছ -

৫) তেঁতুল – এই গাছের মধ্যে সবসময় নেতিবাচক শক্তি ঘোরা ফেরা করে। তাই এই গাছ বাড়িতে রাখবেন না।

নেমে আসবে অর্থকষ্ট ও সংসারে দেখা দেবে অশান্তি! ভুলেও বাড়িতে লাগাবেন না এই ৮টি গাছ -

৬) লঙ্কা – প্রতিদিন রান্নায় লাগে ও অবকেই বাড়িতে শখ করে লঙ্কা গাছ তৈরী করেন। বাস্তুমতে বাড়িতে এই গাছ লাগালে সদস্যদের মধ্যে ঝামেলা হয় ও আর্থিক অবস্থা খারাপ হয়।

নেমে আসবে অর্থকষ্ট ও সংসারে দেখা দেবে অশান্তি! ভুলেও বাড়িতে লাগাবেন না এই ৮টি গাছ -

৭) মেহেন্দি – শুভ কাজে মেহেন্দি ব্যবহার হলেও এই গাছ শুভ নয় বরং অশুভ শক্তি বাস করে। তাই কোনো মতেই এই গাছ রাখবেন না।

নেমে আসবে অর্থকষ্ট ও সংসারে দেখা দেবে অশান্তি! ভুলেও বাড়িতে লাগাবেন না এই ৮টি গাছ -

৮) খেজুর – বাস্তু অনুসারে পরিবারের সদস্যরা নানা সমস্যায় পড়েন খেজুর গাছ বাড়িতে রাখার ফলে। তাই এই গাছ যত পারবেন দূরে রাখুন।