Lifestyle

Vastu Shastra : ভুলেও বিছানার নিচে রাখবেন না এই পাঁচটি জিনিস, হতে পারে বড় ক্ষতি!

ভারতবর্ষের বেশিরভাগ মানুষ নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত। আর এসব পরিবার মানেই তাদের জীবনযাত্রাও ঘরের মধ্যেই সীমাবদ্ধ। যারফলে তাদেরকে ওই সীমিত জায়গার মধ্যেই সবকিছু গুছিয়ে রাখতে হয়। তবে, তারই মধ্যে অনেকেই হয়তো খেয়াল করে থাকবেন যে, বহুমানুষ এমন আছেন যারা কিনা বিছানার তলায় বিভিন্ন কিছু রেখে থাকেন। যারফলে বাড়িতে অশান্তি বৃদ্ধি পায়। শুধু তাই নয় নেগেটিভ শক্তির প্রভাবও পরে।

 

এছাড়াও হঠাৎ করে কোনো আর্থিক ক্ষতি হতে পারে। এমনকি পরিবারে নেমে আসতে পারে দুর্যোগের কালো ছায়া। তাই এমন কিছু কিছু জিনিস আছে যা কিনা বিছানার তলায় একদমই রাখা যাবে না। কিন্তু সেগুলি কি তাই ভাবছেন নিশ্চই? আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের সে বিষয়েই বলবো। চলুন তবে দেখে নেওয়া যাক।

 

১.বই : অনেকেই আছেন বিছানায় বসে অথবা শুয়ে বই পড়েন। আর তারপর বইটিকে বিছানার তলায় রেখে দেন। কিন্তু ভুলেও এই কাজটি করবেন না। কেননা, বই আমাদের জ্ঞান প্রদান করে। যারফলে আমাদের মানসিকতা ঊর্ধ্বগামী হয়। আর বই যদি বিছানার তলায় থাকে তাহলে আমাদের মানসিকতা নিম্নগামী হয়ে যাবে। এমনকি যা থেকে শরীর ও মনে প্রভাব পড়বে।

২.ঝাঁটা : অধিকাংশ বাড়িতে দেখা যায় যে, বিছানা ঝাড়ার পর সেই ঝাঁটাকে বিছানার তলায় রেখে দেওয়া হয়। কিন্তু সেটি একেবারেই উচিত নয়। এতে আয়-উন্নতি কমে যায়। আর্থিক সংকট নেমে আসে।

৩.জুতো : বিছানার তলায় কোনো জুতো রাখাও উচিত নয়। তাহলে বাড়িতে অশান্তি ও কলহ লেগেই থাকে।

৪.মেশিনপত্র : বহু মানুষ আছেন যারা কিনা বাড়িতে বসে বিভিন্ন মেশিনপত্রের সাহায্যে জীবিকা নির্বাহ করেন। তবে, সেই মেশিন কখনই খাটের তলায় রাখা উচিত নয়।

৫.ছুঁড়ি-কাঁচি : বিছানার তলায় কখনও ভুলেও ছুঁড়ি-কাঁচি সহ কোনো ধারালো অস্ত্র রাখবেন না। তাহলে দাম্পত্য জীবনে কলহ বাড়তে পারে।

তাহলে জেনে গেলেন নিশ্চই কি কি জিনিস বিছানার নিচে একেবারেই রাখবেন না। প্রতিবেদনটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।