×
Lifestyle

ভুলেও তুলসী গাছের পাশে রাখবেন না এই ৫টি জিনিস! নেমে আসবে চরম সংকট

হিন্দু বাড়ি মানেই একটা তুলসী গাছ সবার বাড়িতে থাকবেই। তুলসী গাছকে মনে করা হয় ৩৩ কোটি দেবতার বাসস্থান। সেই হিসাবে প্রতিদিন এই গাছকে পুজো করেন সবাই। তুলসী পুজো করলে ঘরে আসে ইতিবাচক শক্তি। মেলে দেবী লক্ষ্মীর সম্পূর্ণ আশীর্বাদ। বাস্তুশাস্ত্রেও তুলসী গাছ খুবই গুরুত্বপূর্ণ। ঘরে থাকলে সুখ ও শান্তি থাকে। তবে জানেন কি তুলসী গাছের আসে পাশে এই পাঁচটি জিনিস যদি রাখেন তাহলে আপনার জীবনে সংকট ছেয়ে আসবে। কোটিপতি থেকে আপনি নিমেষেই হয়ে যাবেন পথের ভিখারি। তাই কোনো মতেই এই পাঁচটি জিনিস রাখবেন না –

ভুলেও তুলসী গাছের পাশে রাখবেন না এই ৫টি জিনিস! নেমে আসবে চরম সংকট -

১) জুতো বা চপ্পল: বাড়িতে তুলসি গাছ লাগানোর পর তার সামনে জুতো বা চপ্পল রাখা উচিত নয়। এতে নাকি তুলসি অপমানিত বোধ করেন। যার ফলে আপনার জীবনে কোনোরকম সুখ-শান্তি থাকে না।

ভুলেও তুলসী গাছের পাশে রাখবেন না এই ৫টি জিনিস! নেমে আসবে চরম সংকট -

২) শিবলিঙ্গ: তুলসি গাছের সামনে কখনও শিবলিঙ্গ রাখা উচিত নয়। কারণ ভগবান শিবকে নিজের স্থানে রাখবেন সবসময়।

ভুলেও তুলসী গাছের পাশে রাখবেন না এই ৫টি জিনিস! নেমে আসবে চরম সংকট -

৩) নোংরা এবং আবর্জনা: নোংরা বা অপরিচ্ছন্ন জায়গায় মা লক্ষ্মী বসবাস করতে পারেন না। তাই তুলসি গাছের আশেপাশে নোংরা ও আর্বজনা রাখা উচিত নয়। এতে বাড়িতে আর্থিক সমস্যা দেখা দিতে পারে ও আপনি ধীরে ধীরে নিঃস্ব হয়ে উঠবেন।

ভুলেও তুলসী গাছের পাশে রাখবেন না এই ৫টি জিনিস! নেমে আসবে চরম সংকট -

৪) কাঁটা গাছ: অনেকেই বাড়িতে লাগান। তবে কখনও তুলসী গাছের সামনে এই গাছ রাখবেন না।

ভুলেও তুলসী গাছের পাশে রাখবেন না এই ৫টি জিনিস! নেমে আসবে চরম সংকট -

৫) ঝাঁটা : পরিষ্কার ও পরিচ্ছন্নতার জন্য ব্যবহার করা হয় ঝাঁটা। তাই‌ ঝাঁটা কখনও তুলসি গাছের সামনে রাখা উচিত নয়। এতে মা লক্ষ্মী রুষ্ট হয়ে যান ও আপনার বিভিন্নভাবে অথনৈতিক ক্ষতিও হতে পারে।

ভুলেও তুলসী গাছের পাশে রাখবেন না এই ৫টি জিনিস! নেমে আসবে চরম সংকট -