Lifestyle
Vastu Shastra : দেখা দেবে চরম অর্থকষ্ট! ভুলেও মানিব্যাগে রাখবেন না এই ৫টি জিনিস
Vastu Tips : হাজার চেষ্টার পরেও হাতে থাকছে না টাকা? মানিব্যাগ থেকে আজই সরান এই ৫টি জিনিস, জেনে নিন বিস্তারিত

আর্থিক উন্নতি কেই না চায় বলুন তো দেখি? কিন্তু তারপরেও অনেক সময় আর্থিক সংকট দেখা দেয়। আর তার একমাত্র কারণ মানিব্যাগে রাখা কিছু জিনিস। যা আপনার জীবনে বয়ে আনতে পারে চরম আর্থিক সংকট। আর তাই আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের জানাবো মানিব্যাগে কি কি জিনিস রাখা উচিত নয়। চলুন তবে জেনে নেওয়া যাক —
- ছেঁড়া ছবি : বাস্তুশাস্ত্র মতে মানিব্যাগে ছেঁড়া ছবি রাখলে তা ডেকে আনে দুর্ভাগ্য। এমনকি ওই ব্যক্তি আর্থিক ক্ষতির মুখেও পড়তে পারেন। আর তাইতো মানিব্যাগে ছেঁড়া ছবি রাখায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
- মৃত ব্যক্তির ছবি : অনেকেই আছেন যারা কিনা আবেগের বশে মৃত আপনজনের ছবি পার্সে রাখেন। কিন্তু যা একেবারেই উচিত নয়। কেননা এতে জীবনে অশুভ ছায়া পড়ে। এমনকি আর্থিক জীবনেও অভাব দেখা দেয়।
- ওষুধ : যখন তখন শারীরিক সমস্যার কারণে অনেকেই আছেন পার্সে ওষুধ রাখেন। কিন্তু এটি একেবারেই উচিত নয়। বাস্তুশাস্ত্রে একে অশুভ বলে ধরা হয়। ব্যাগে ওষুধ থাকলে নেতিবাচক শক্তি আকৃষ্ট হয়।
- চাবি : অনেকেই আছেন মানিব্যাগে চাবি রাখেন। যা একেবারে উচিত নয়। কেননা, মানিব্যাগে চাবি রাখলে আর্থিক সমস্যার মুখোমুখি হতে হয়। জীবনে নেমে আসতে পারে ঘর আর্থিক অনটন।
- বিল : অনেকের মানিব্যাগেই পুরোনো বিল থেকে যায়। যা অশুভ বলেই মনে করছেন বাস্তুবিদরা। তাদের মতে ব্যাগে বিল থাকলে সেই ব্যক্তি আর্থিক লোকসানের মুখে পরতে পারেন।
তাহলে, আর কি ভুলেই এই জিনিস গুলো ব্যাগে রাখবেন না।