Lifestyle
মানিব্যাগে এই ৪ টি জিনিস ভুল করেও রাখবেন না, বিদায় নেবেন মা লক্ষ্মী

Money Bag Vastu Tips: দিন থেকে রাত অবধি মানুষের পরিশ্রম করার একটাই কারণ। এর তা হল অর্থ উপার্জন করা। অর্থ ছাড়া যে আজকালকার দুনিয়ায় কিছুই সম্ভব নয় তা নিশ্চই কাউকে নতুন করে বলে বোঝানোর নয়। বেশিরভাগ মানুষই তাদের বহু কষ্টের উপার্জিত টাকা মানি ব্যাগে রাখেন। আর সেটা রাখাটাই স্বাভাবিক। কিন্তু তার পাশাপাশি অনেকেই আরও এমন কিছু জিনিস পার্সে রাখেন তা একেবারেই রাখা উচিত নয়।
বাস্তুশাস্ত্র অনুযায়ী সেই জিনিসগুলি পার্সে রাখলে বাস্তুদোষ হয়। এমনকি অনেক আর্থিক ক্ষতিও হয়। তবে, আজকের এই প্রতিবেদনে এমন কিছু জিনিসের নাম বলবো যেগুলো ভুল করেও পার্সে রাখবেন না। চলুন তবে দেখে নেওয়া যাক সেগুলি কি কি-
১.ঠাকুরের ছবি:
- অনেকেই আছেন যারা ভালো বুঝে পার্সে দেব-দেবীর ছবি রাখেন। কিন্তু এটি রাখা একেবারেই উচিত নয়। কেননা, পার্স যেহেতু চামড়া দিয়ে তৈরি আর তাই ঠাকুরের ছবি রাখা ঠিক নয়। এতে ভগবানের আশীর্বাদ পাওয়া তো দূর বরং তিনি রুষ্ট হন।
২.মৃত ব্যক্তির ছবি:
- অনেকেই তাদের প্রিয় মানুষ মারা যাওয়ার পর তাদের ছবি পার্সে রাখেন। কিন্তু বাস্তু অনুযায়ী এটি একেবারেই সঠিক কাজ নয়।
৩.পুরোনো বিল:
- বহুমানুষই আছেন যারা ভুলবশত হোক বা কারণবশত পার্সে পুরোনো বিল রেখে দেন। সেটা জামাকাপড়ের হোক বা খাবার দোকানের অথবা পুরোনো টিকিটের। কিন্তু এটি রাখা একেবারেই ঠিক নয়।
৪.চাবি:
- বলতে গেলে ৮০ শতাংশ মানুষ বাড়ির হোক বা আলমারির চাবি পার্সে রাখেন। কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী এটি একেবারেই ঠিক নয়। কেননা লোহার জিনিস থেকে নেতিবাচক শক্তির উৎপত্তি হয়। যারফলে আর্থিক ক্ষতিও হতে পারে। এমনকি কোনো কারণে পার্সটি হারিয়ে গেলে চাবিটিও আর পাওয়া যাবেনা। যারফলে আপনাকে সমস্যার মুখে পড়তে হবে।
তাহলে জেনে গেলেন নিশ্চই কি কি জিনিস পার্সে রাখবেন না।