Lifestyle

বাড়িতে মানি প্ল্যান্ট থাকলে ভুলেও করবেন না এই কাজ! ঘনিয়ে আসবে চরম সংকট

Advertisement

মানি প্ল্যান্ট নাম শুনলেই কার্যত সবার মাথায় আসে টাকার কথা। মনে করাও হয় যে এই গাছ বাড়িতে রাখলেই দুর্দান্ত অর্থনৈতিক পরিবেশ তৈরী হয়। মানি প্লান্টে শুক্র গ্রহর বাস হয়। তাঁর সাথেই ঘরে সর্বদা ইতিবাচক শক্তি প্রবাহিত হয়। বাস্তুশাস্ত্রে এই গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে বাস্তুশাস্ত্রে মানি প্ল্যান্ট বাড়িতে লাগানোর বেশ কয়েকটি নিয়ম আছে যা মেনে চললে সুখ ও সমৃদ্ধি ভরে উঠবে তাই দেখে নিন কিভাবে রাখবেন এই গাছ –

বাড়িতে মানি প্ল্যান্ট থাকলে ভুলেও করবেন না এই কাজ! ঘনিয়ে আসবে চরম সংকট

১) ঘরে সবসময় মানি প্ল্যান্ট রাখবেন কিন্তু খেয়াল রাখবেন যাতে গাছের পাতা মাটি না ছুঁতে পারে। কারণ মানি প্ল্যান্টের পাতা মাটি স্পর্শ করলে ধন-সম্পদ ও সমৃদ্ধি বাধাগ্রস্ত হয়।

২) শুভ মনে করে প্রতি শুক্রবার আপনি মানি প্ল্যান্ট নিজের বাড়িতে রোপন করতে পারেন। সরাসরি শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কিত থাকার জন্য এই দিন রোপন করাই ভালো। তবে মনে রাখবেন শুক্রবারে কোনোমতেই এই গাছ বাড়ি থেকে দূর করবেন না কিংবা ডাল কাটবেন না।

বাড়িতে মানি প্ল্যান্ট থাকলে ভুলেও করবেন না এই কাজ! ঘনিয়ে আসবে চরম সংকট

৩) মানি প্ল্যান্ট কোনোভাবে শুকিয়ে গেলে অবশ্যই সেই গাছটি তখনই দূর করে দিন।

৪) সর্বদা মানি প্ল্যান্ট বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে রোপন করবেন। পশ্চিম বা উত্তর-পূর্ব দিকে যদি এই গাছ রাখেন তাহলে কিন্তু হিতে বিপরীত হবেই।

বাড়িতে মানি প্ল্যান্ট থাকলে ভুলেও করবেন না এই কাজ! ঘনিয়ে আসবে চরম সংকট

৫) ঘরে গাছটি এমন ভাবে রাখবেন যাতে কোনোদিন বাইরের লোক সেই গাছ না দেখতে পারে।