Lifestyle

Vastu Tips : নেমে আসবে অর্থকষ্ট ও সংসারে দেখা দেবে অশান্তি! মানি প্ল্যান্ট লাগানোর সময় ভুলেও করবেন না এই কাজ

বাস্তুশাস্ত্রে উল্লেখিত একাধিক গাছ বাড়ির জন্য খুবই শুভ। এই গাছগুলি বাড়িতে লাগালে বাড়ি শুদ্ধ থাকে সবসময়। তাই শাস্ত্র অনুযায়ী কয়েকটি গাছ বাড়ির প্রধান দরজার সামনে অবশ্যই লাগান। তাহলে মা লক্ষ্মী সবসময় আপনার পরিবারে বিরাজমান থাকবে। শাস্ত্র অনুযায়ী সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্যে অবশ্যই মানি প্ল্যান্ট লাগান। তাই এটি বাড়িতে রোপণ করতে হলে অবশ্যই কিছু নিয়ম আপনাকে খেয়াল রাখতে হবে।নাহলে হিতে বিপরীত হতে পারে।

ভোপালের এক জ্যোতিষী পন্ডিত হিতেন্দ্র কুমার শর্মা বলেছেন, বাস্তুশাস্ত্র অনুসারে মানিপ্লান্ট কখনোই বাড়ির উত্তর পূর্ব দিকে লাগাবেন না। কারণ এটি বৃহস্পতি দ্বারা প্রতিনিধিত্ব হয় এবং এটিকে শুক্র বলে মনে করা হয়।

তাই উত্তর-পূর্ব দিকে যদি এই গাছ লাগানো হলে ইতিবাচক ফল পাওয়া যাবে না। তাই বাড়ির পূর্ব এবং পশ্চিম দিকে কখনোই মানি প্ল্যান্ট লাগাবেন না। বাস্তুশাস্ত্র অনুযায়ী মনে করা হয়, এই গাছটি নিয়ম অনুযায়ী না লাগানো হলে পরিবারের কোনো ব্যক্তি মানসিক সমস্যায় ভুগতে পারে।

তাই বাস্তুশাস্ত্র অনুসারে মানি প্ল্যান্ট সবসময় বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে বা অগ্নি কোণে রোপন করুন তাহলে সব সময় বাড়িতে শুভ বার্তা প্রবেশ করবে। গাছটির বিশেষ যত্ন নেবেন। এটি যেন মাটি না স্পর্শ করে। যেন ওপরের দিকে সবসময় বর্ধিত হতে থাকে। বাস্তুশাস্ত্র অনুসারে মানি প্ল্যান্ট কখনোই শুকাতে দেবেন না। এটিকে সবসময় জল দিয়ে যত্নের মধ্যে রাখুন।