×
Lifestyle

এইভাবে ডালিয়া চাষ করলে ফুল হবে বড় এবং অনেক সুন্দর

শীতের একটি মরশুমি ফুল হলো ডালিয়া। ফুল তো সবাই পছন্দ করে। তবে যারা টুকটাক ফুল চাষ করতে পছন্দ করেন তারা বাড়ির উঠোনে কিংবা বাড়ির ছাদে টবে করে নানান ফুলের চাষ করে থাকেন। এইবার বাড়িতেই টবে ডালিয়া ফুল কিভাবে চাষ করবেন তা জেনে নিন।

ডালিয়াফুল চাষের জন্য মাঝারি ও বড় যে কোনো আকারের টব নিলেই হবে। দো-আঁশ মাটি বা বালি যুক্ত দো-আঁশ মাটি ডালিয়া গাছ চাষের জন্য উপযোগী। টবে ডালিয়া চাষ করতে প্রথমেই পরিমান মতো দো-আঁশ মাটি, সম পরিমান বালি, সম পরিমান কাঠের ছাই বা কয়লার গুঁড়ো, এর অর্দ্ধেক পরিমান পাতা পচা সার, অর্দ্ধেক পরিমান গোবর, অর্দ্ধেক পরিমান খৈল ও অর্দ্ধেক পরিমান টিএসপি সার মিশিয়ে মাটি তৈরি করে নিন ভালো করে। গোবর সার ও রাসায়নিক সার এই গাছের জন্য ভালো। বর্ষাকালে চাপান সার দিতে হবে। বর্ষা শুরু হওয়ার পর ২১ দিন ছাড়া তরল সার দিতে হবে।

ADVERTISEMENT

চাষের নিয়ম
ডালিয়ার চারা বীজ, মূল বা কাটিং এর দ্বারা সম্পন্ন হয়। তবে নার্সারি থেকে ছোট টবে বসানো মূল এর কাটিংই ভাল। এই কাটিং পাতাসার/গোবর সার/কম্পোস্ট সাথে দোঁয়াশ মাটি, ম্যাগনেশিয়াম সালফেট, মিউরিয়েট অফ পটাশ, ইউরিয়া, সুপার ফসফেটের সারমাটির সঙ্গে প্রায় ১ মাস টবে ধরে রাখতে হবে। এরপর আস্তে আস্তে গাছ বেড়ে উঠবে।

পরিচর্যা
আপনাকে প্রথমে প্লাস্টিকের পাইপ, শক্ত বাখারী, পাট কাঠি জোগাড় করতে হবে। এরপর এগুলি দিয়ে গাছগুলিকে ঠেকনা দিয়ে রাখা যায়। এরপর সার হিসেবে চাপান সার বা তরল সার দিতে হবে। এরপর কিছুটা অন্য পদ্ধতিতে মাঝখানের বড় কুঁড়িটা রেখে বা না ধরে অন্যগুলি খুঁটে দিতে হবে। গাছটি বড়ো হতে থাকলে গাছের ডাল ও ডগ ছেটে দেবেন এতে গাছটি ঝাঁকড়া হবে। গাছটি ফুলও দেবে অনেক।

ADVERTISEMENT

Related Articles