×
Lifestyle

বাড়ির টবে চাষ করুন বেদানা, ফলন হবে দারুন, শিখে নিন সহজ পদ্ধতি

আজ আপনারা জানতে পারবেন টবে কেমনভাবে বেদানা গাছকে পরিচর্যা করা যায় এবং বর্ষাকালেও তার কেমন ভাবে যত্ন নিতে হয় সে ই সম্পর্কে:-

আপনি যখন কোন নার্সারি থেকে গাছ থেকে কিনবেন তখন অবশ্যই দেখে নেবেন পুরো গাছের পাতা সবুজ কিনা যদি সেই গাছের পাতার মাঝের অংশগুলি হলুদ কিংবা লালচে ধরনের হয় তাহলে সেই গাছে ফল আসতে কিন্তু অনেক সময় লেগে যাবে তাই অবশ্যই দেখে নেবেন গাছের পাতা যেন সবুজ হয়। এবং এই সবুজ গাছের পাতায় আপনি বছরের প্রায় সবসময়ই ফল দেখতে পাবেন। গাছে যদি অলরেডি ফল ধরে থাকে এবং তার সাথে যদি ফুল কিংবা কুড়ি আসতে শুরু করে তাদের বর্ষাকালে কিন্তু তার অনেক ভাবে সার বানিয়ে যত্ন নিতে হবে তাহলে চলুন জেনে নিই কেমন করে আমরা যত্ন নেব:-

সার হিসেবে যেটা আমরা দেবো গাছটির টব যদি 12 ইঞ্চি হয় 100 গ্রাম ডিএপি 250 গ্রাম হারবোরো এবং 150গ্রাম বাদাম খোল।

সারগুলিকে আপনি টবের চার পাশ দিয়ে ছড়িয়ে দেবেন। বর্ষাকালে কখনোই সার দেওয়ার পরে জল দেবেন না তার কারণ মাটি সবসময় ভেজা অবস্খাতেই থাকে তবে মাটির ভেতর পর্যন্ত সে যেন পৌছে যায় তাই মাটি হালকা করে খোদাই করে নেবেন। এই বেদানা গাছে আরো একটি সার আপনাকে ব্যবহার করতে হবে। যখন দেখবেন আপনার বেদানা গাছে ফুলটি ফুটে গেছে ঠিক তখন এক চামচ পরিমাণ পটাশ আপনি চাইলেই জলে গুলো দিতে পারেন কিন্তু যদি বৃষ্টি হয় তাহলে এমনি মাটির উপর ছড়িয়ে দেবেন। তাহলেই আপনি দেখতে পাবেন যে নতুন ফুলগুলো ফুটছে সেখান থেকে নতুন ফল হবে।

যখনই দেখতে পাবেন নতুন ফল ধরেছে গাছের তখনই মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে টাকসোফাইট বা আপনাদের কাছে যেটা এভেলেবেল রয়েছে সেটি গাছে স্প্রে করে দিয়ে দেবেন। তাহলে ই দেখবেন গাছে খুব সুন্দর ফল ধরছে।