Pink Lips Tips: লাল টুকটুকে বা আকর্ষণীয় গোলাপী ঠোঁট পেতে চান? মেনে চলুন এই টিপসগুলি

Pink Lips Tips: প্রত্যেক নারীর সৌন্দর্য্যের প্রধান একটি অঙ্গ হল ঠোঁট। নরম, কোমল, গোলাপি ঠোঁট যেমন দেখতে আকর্ষণীয় তেমনই আবার এই সৌন্দর্য্য আপনার লুককে বাড়িয়ে তোলে হাজার গুণ। তবে, অনেকেই আছেন যাদের ঠোঁটে বিভিন্ন কারণে কালচে দাগ পরে যায়। যার কারণে দেখতে খুব বাজে লাগে। অনেক চেষ্টা করেও সেই দাগ তুলতে পারেন না। তবে, এই নিয়ে কিন্তু চিন্তা করার কারণ নেই।
আজ আপনাদের সঙ্গে এমন কয়েকটি ঘরোয়া টোটকার কথা শেয়ার করবো যা একেবারে জাদু দেখাবে। ঠোঁট কালোর সমস্যার নিমেষেই হবে সমাধান। কিন্তু কি সেই টোটকা তাই ভাবছেন নিশ্চই? চলুন তবে জেনে নেওয়া যাক-
১.দুধ-হলুদ
- এক চামচ দুধের মধ্যে এক চিমটি হলুদ মিশিয়ে নিন। এরপর এই পেস্টটি ঠোঁটে লাগিয়ে রাখুন। তারপর কিছুক্ষণ পর ধুঁয়ে নিন। নিয়মিত যদি এটি ব্যবহার করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার ঠোঁটের কালচে দাগ দূর হবে।
২.নারকেল তেল
- ঠোঁটের কালো ভাব দূর করতে নারকেল তেলের ভূমিকা কিন্তু অপরিহার্য। নিয়মিত ঠোঁটে নারকেল তেল লাগালে ঠোঁটের দাগ দূর হবে।
৩.লেবু
- লেবু ত্বকে এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। এমনকি নিমেষেই ত্বকের কালো ভাবও দূর করে। আর তাই ঘুমানোর আগে ঠোঁটে লেবু ঘষে নিন। পরদিন সকালে জল দিয়ে ধুঁয়ে ফেলুন।
৪.অ্যালোভেরা জেল
- ঠোঁটের কালচে ভাব দূর করার আরও একটি মোক্ষম টোটকা হল অ্যালোভেরা জেল। শুধু ঠোটেঁর কালো ভাবই নয় আরও অনেক সমস্যা দূর করতে সাহায্য করে এই অ্যালোভেরা।
৫.শসা
- প্রত্যেকের বাড়িতেই কমবেশি শসা থাকে। জানেন কি এই শসা ঠোঁটের কালচে ভাব দূর করতে কতটা উপকারী। সপ্তাহে দু-তিনবার ঠোঁটে শসার রস লাগিয়ে রাখুন। এরপর জল দিয়ে ধুঁয়ে নিন। দেখবে আপনার ঠোঁটের কালচে ভাব সহজেই দূর হবে।
তাহলে আর চিন্তা কিসের? এবার থেকে আর ঠোঁট লুকিয়ে নয় বরং সঠিক পদ্ধতি ব্যবহার করে ঠোঁটকে করে তুলুন সুন্দর ও আকর্ষণীয়। আর তাহলে বলা যায় যে, কিছুদিনের মধ্যেই আপনার ঠোঁট আকর্ষণীয় হয়ে উঠবে।