Horoscopeকন্যাকর্কটকুম্ভতুলাধনুবৃশ্চিকবৃষভমকরমিথুনমীনমেষসিংহ

Horoscope 6th April 2023: মা লক্ষ্মীর আশীর্বাদে কেমন কাটবে আপনার দিন, রাশি অনুযায়ী মিলিয়ে নিন ভাগ্যফল

Advertisement
Advertisements

Horoscope 6th April 2023: আজ ৬ ই এপ্রিল, বৃহস্পতিবার- রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন। জেনেনিন একনজরে।

মেষ রাশি (ARIES): সাময়িক স্বাস্থ্যভঙ্গ আপনার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। আজ সম্পূর্ণ বিশ্রাম নিন।

বৃষভ রাশি (TAURUS): স্বাস্থ্যের ব্যাপারে অবহেলা করবেন না। অর্থের অপচয় বন্ধ করুন।

মিথুন রাশি (GEMINI): আপনার শিশুসুলভ স্বভাব ভেসে উঠবে। আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন।

কর্কট রাশি (CANCER): অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি। আর্থিক পরিচালনা শিখতে পারেন।

সিংহ রাশি (LEO): সাধুর কাছ থেকে স্বর্গীয় জ্ঞান আপনাকে আনন্দ দেবে। জমি সংক্রান্ত কোন বিষয়ে অর্থ ব্যয় হবে।

কন্যা রাশি (VIRGO): চাপ উপেক্ষা করা প্রয়োজন। বাচ্চাদের লেখাপড়ায় প্রচুর অর্থ ব্যয় হবে।

তুলা রাশি (LIBRA): অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন। আজকের দিনটি আপনার জন্য ভাগ্যবান।

বৃশ্চিক (SCORPIO): অপ্রয়োজনীয় উত্তেজনা দুশ্চিন্তা আনবে। আপনার যত্নের প্রয়োজন।

ধনু রাশি (SAGITTARIUS): মানসিক চাপ থাকা সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে। কোনো সাহায্য ছাড়া অর্থ উপার্জন করতে পারবেন।

মকর রাশি (CAPRICORN): অন্যদের বিরুদ্ধে বিদ্বেষ ভাব পোষণ করার জন্য মানসিক উত্তেজনার সৃষ্টি হবে। কর্মদক্ষতা দুর্বল হতে পারে।

কুম্ভ রাশি(AQUARIUS): বাচ্চারা আপনার পছন্দ মতো কাজ নাও করতে পারে। নিজেকে সংযত রাখুন।

মীন রাশি (PISCES): স্ত্রী আপনাকে অনুপ্রাণিত নাও করতে পারে। অর্থের অভাব পরিবারের মত বিরোধের কারণ।