Advertisement
Horoscopeকন্যাকর্কটকুম্ভতুলাধনুবৃশ্চিকবৃষভমকরমিথুনমীনমেষসিংহ

Horoscope 30th March 2023: রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন, মিলিয়ে নিন ভাগ্যফল

Advertisement
Advertisements

Horoscope 30th March 2023: আজ ৩০শে মার্চ বৃহস্পতিবার। রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন। জেনেনিন একনজরে।

মেষ রাশি (ARIES): দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে মুক্তি পাবেন। আজ আপনার জন্য দিনটি ভালো।

Advertisements

বৃষভ রাশি (TAURUS): আপনি আপনার দিন যোগ ও ধ্যান দিয়ে শুরু করবেন। অর্থ সংক্রান্ত সমস্যার মুখোমুখি হবেন।

Advertisements

মিথুন রাশি (GEMINI): আপনার ক্ষমতাশক্তি বেশি থাকবে। পিতা মাতার সঙ্গে কথাবার্তা বলুন।

কর্কট রাশি (CANCER): আজ কল্যাণকর দিন। আর্থিক দিকে সবল থাকবেন।

সিংহ রাশি (LEO): কথা বলবার আগে দুবার ভাবুন। ব্যাক্তিগত জীবন নিয়ে চনটা করবেন।

কন্যা রাশি (VIRGO): আপনার সযত্নে লালিত স্বপ্ন সত্যে পরিণত হবে। উত্তেজনা নিয়ন্ত্রণ করুন।

তুলা রাশি (LIBRA): আপনার আবেগপ্রবন স্বভাব স্বাস্থ্য গুরুতর স্বভাব ফেলবে। স্বাস্থ্য নিয়ে চিন্তা করবেন না।

বৃশ্চিক (SCORPIO): আপনার আবেগপ্রবন স্বভাব নিয়ন্ত্রণে রাখুন। সঞ্চয় সম্পর্কে প্রবীণদের সাহায্য নিন।

ধনু রাশি (SAGITTARIUS): চাপ মুক্ত হতে মূল্যবান সময় বাচ্চাদের সঙ্গে কাটান। কেউ ঋণ নিতে পারে।

মকর রাশি (CAPRICORN): সামাজিক ভয় আপনাকে বলহীন করে তুলতে পারে। আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভবনা রয়েছে।

কুম্ভ রাশি(AQUARIUS): মানসিক ও শারীরিক শিক্ষা গ্রহন করুন। বন্ধুবান্ধব আর্থিক ঝঞ্ঝাট পার করে দেবে।

মীন রাশি (PISCES): আপনার সব সমস্যার সেরা প্রতিষেধক হাসি। খরচা এড়ানোর চেষ্টা করুন।