Advertisement
Horoscopeকন্যাকর্কটকুম্ভতুলাধনুবৃশ্চিকবৃষভমকরমিথুনমীনমেষসিংহ

Horoscope 29th March 2023: রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন, মিলিয়ে নিন ভাগ্যফল

Advertisement
Advertisements

Horoscope 29th March 2023: আজ ২৯শে মার্চ বুধবার- রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন। জেনেনিন একনজরে।

মেষ রাশি (ARIES): আপনার জীবনে মজা ও আনন্দ পূর্ণমাত্রায় উপভোগ করতে পারবেন। আপনার প্রেমের সম্পর্কে বাঁক আসবে।

Advertisements

বৃষভ রাশি (TAURUS): অন্যদের সঙ্গে খুশির মুহূর্ত শেয়ার করুন। বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ হবে।

Advertisements

মিথুন রাশি (GEMINI): নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখুন। সন্তানদের কাছ থেকে কিছু পাঠ শিখতে পারেন।

কর্কট রাশি (CANCER): অসাধারণ মেধা ক্ষমতা অক্ষমতাকে জয় করবে। আজ আপনি সব আকর্ষণ কেড়ে নিতে পারেন।

সিংহ রাশি (LEO): সন্ধ্যেবেলায় একটু আরাম করুন। আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন।

কন্যা রাশি (VIRGO): একটা জায়গায় পর নিজের উপর চাপ দেবেন না। অর্থনৈতিক দিকটি শক্তিশালী করুন।

তুলা রাশি (LIBRA): কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে। পারিবারিক সমস্যার কারণে প্রত্যাশা পূরণ নাও হতে পারে।

বৃশ্চিক (SCORPIO): আজ আপনি স্বাস্থ্য ও চেহারা উন্নত করার জন্য যথেষ্ঠ সময় পাবেন। বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ হবে।

ধনু রাশি (SAGITTARIUS): বিষাদ ঝেড়ে ফেলে দিন। আজকের দিনটি ভালোবাসার রঙে নিমজ্জিত হবে।

মকর রাশি (CAPRICORN): উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন। শরীরচর্চার প্রতি একনিষ্ট হোন।

কুম্ভ রাশি(AQUARIUS): বেপরোয়া আচরণের ফলে স্ত্রীর সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। সম্ভব হলে মেজাজ পরিবর্তন করুন।

মীন রাশি (PISCES): আজকের দিনে কেউ জরুরি সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। বিচলিত হবেন না।